মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে সুবা। সোমবার (০৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব।
জানা যায়, নিখোঁজ কিশোরীর নাম আরাবি ইসলাম সুবা। মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় আসেন। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সুবার বাবা ইমরান রাজীবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন।
রোববার দিবাগত রাতে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ইমরান রাজীব লিখেন, আমার মেয়ে আরাবি ইসলাম সুবা। বয়স ১১। আজ (রোববার) সন্ধ্যা ৬:০০ টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। পরনে ছিলো সাদা ড্রেস।
কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে তাকে দেখে থাকলে অবশ্যই 01712-985858 (মেয়ের বাবা) নম্বরে কল করার অনুরোধ করেন ইমরান রাজীব।
পরে রাত সোয়া ১টায় তিনি আরেকটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে লিখেন, আমার কলিজার পাখিটা আরাবি ইসলাম সুবা মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়, ওর পড়নে ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট।
সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায়, তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।
এর মধ্যে রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট এক ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেটের পাশে প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবাকে আর বাসায় পৌঁছায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন তার অবস্থান জানতে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া আরেক পোস্টে সুবার বাবার বরাতে জানা যায়, সর্বশেষ সিসি ফুটেজ থেকে দেখা যায় সুবা জাপান গার্ডেন সংলগ্ন টোকিও স্কয়ার মার্কেট থেকে বের হলে তার সঙ্গে দুই তরুণের কথোপকথন হয়।
সুবার বাবার মতে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের সঙ্গে সুবার কথা হওয়ার পরে তারা তাকে টোকিও স্কয়ার থেকে বাম দিকে রিংরোড আদাবর এরিয়ার দিকে নিয়ে যায়। ওইদিকে জনতা হাউজিং, পিসিকালচার হাউজিং এবং মোহাম্মদপুরে ওই এলাকার ভেতরের দিকগুলো নিরিবিলি এবং সব থেকে বেশি অপরাধ প্রবণ জায়গা। কারও বাসা সেন্ট্রাল হসপিটালের আশেপাশে হলে হসপিটালগুলা সম্ভব হলে চেক করার অনুরোধ করেন তিনি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings