দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় বিক্রি হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৪৭৬ টাকা।
শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৯৬ হাজার ১৮ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে বিশ্ববাজারেও সোনার দাম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার স্পর্শ করেছে। মূলত এই মূল্যবৃদ্ধির কারণেই দেশেও সোনার দাম বেড়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings