in , ,

১৬০ রোহিঙ্গা আটক ভারতের জম্মু-কাশ্মির থেকে ।

১৬০ রহিঙ্গাকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ ভারত শাসিত জাম্মু কাশ্মির থেকে । স্থানীয় কর্তৃপক্ষ অবৈধ আধিবাশিদের চিহ্নিত করার নির্দেশের পরে (৬ মার্চ) পুলিশি অভিযানে ১৬০ জন রহিঙ্গা আটক হয় ।

নিপীড়িত এই জনগোষ্ঠীটির সদস্যরা বলছেন ভারত তাদের সাথে মিয়ানমারের মত ব্যাবহার করছে । প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতের বিভিন্ন শহর ও অঞ্চলের বস্তিতে বসবাস করছে । জাম্মু থেকে আটক করা রহিঙ্গাদের প্রায় ৫৯ কিলোমিটার দূরের হীরানগর কারাগারে পাঠানো হয়েছে। ১০ লাখের বেশি রোহিঙ্গা ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারের সেনাদের গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে । সে সময় লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পায় কিন্তু ভারত তাদের আশ্রয় দিতে চায়নি।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

পোপের সাক্ষাৎ সেই আয়লান কুর্দির বাবার সঙ্গে ।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সেবা বিদেশে বিক্রি হচ্ছে না ।