ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। টানা ১৫ বছরের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। প্রেমিকের নাম অ্যান্টনি ঠাঠিল। আজ ২৭ নভেম্বর কীর্তি সোশ্যাল মিডিয়াতে একটি আবেগী পোস্ট করেছেন। সেখানে দিয়েছেন প্রেমিকের সঙ্গে একটি ছবিও।
নায়িকা ক্যাপশন দিয়েছেন, ‘১৫ বছর এবং চলছে… সবসময়ই অ্যান্টোনি প্লাস কীর্তি….’
এই ঘোষণা অনুরাগী এবং সেলিব্রেটিদের হৃদয় জয় করেছে। সেইসঙ্গে কদিন ধরে বিয়ে নিয়ে যে গুঞ্জন চলছিল তারও জবাব দিলেন কীর্তি। প্রেমিক অ্যান্টনিকেই তিনি বিয়ে করছেন, স্পষ্ট করলেন সেটাই।
কীর্তি এবং অ্যান্টনির সম্পর্কটি শুরু হয়েছিল যখন কীর্তি হাই স্কুলে পড়াশোনা করেন। অ্যান্টনি এখন ব্যবসায়ী। দুজনের জীবনে অনেক সময় পেরিয়ে গেছে। তবে তাদের সম্পর্ক টিকে গেছে। ভাঙাগড়ার এই অস্থির সময়ে কীর্তি এই সম্পর্কটি অনুপ্রেরণা হয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ফিল্ম প্রযোজক প্রিয়া আটলি তার আনন্দ প্রকাশ করেছেন ‘অয়! আমার ভালোবাসা!!!’ বলে। প্রযোজক কার্তিক গোয়াডা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন’। মালবিকা মোহনান লিখেছেন, ‘অবশেষে! তোমাদের দুজনকেই ভালোবাসি’। তিনি মজা করে লিখেছেন, ‘এছাড়া, আমি জানতাম না ‘NYKE’ নামের আসল গল্পটা! এখন জানি’।
রাশি খান্না মজা করে টিজ করেছেন কীর্তিকে। তিনি লিখেছেন, ‘এখন আমরা জানি! হা হা…শুভেচ্ছা প্রিয়।’
সহ-অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণন হার্ট এবং কুকুরের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা লিখেছেন, ‘শুভেচ্ছা আমার ভালোবাসা। ‘NYKE’ চিরকাল।’
কীর্তি সুরেশ অভিনীত ‘বেবী জন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। বরুণ ধাওয়ানের বিপরীতে সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings