লেবাননের রাজধানী বৈরুতে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে অনেকটাই তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই ভয়ের কারণ হিসেবে বলা হচ্ছে, ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিদিন তাদের গড়ে ২ হাজার ক্ষেপেণাস্ত্র মোকাবিলা করতে হবে।
ইসরায়েলের সেনাবাহিনী (ইসরায়েলি ডিফেন্স ফোর্স-আইডিএফ) সম্প্রতি এমন ভবিষ্যদ্বাণীই করেছে।
আইডিএফের ভাষ্য মতে, তারা (হিজবুল্লাহ) যুক্তরাষ্টের সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে অবশেষে ইসরায়েলকে লক্ষ্যবিন্দুতে পরিণত করছে।
গত সোমবার (১৫ মার্চ) আইডিএফ কমান্ডার জেনারেল ওরি গোরডিন এক শতর্ক বার্তায় বলেছেন, যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ ইহুদি বসতি আর ইসরায়েলি শহরগুলোতে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালাবে।
গোরডিন বলেন, ‘হিজবুল্লাহর কছে কমপক্ষে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যেকোনও অবস্থানে হামলা চালাতে সক্ষম।’
আর এ কারণেই ইসরায়েল আগ বাড়িয়ে হিজবুল্লাহকে নিয়ে নাড়াচাড়া করতে চাচ্ছে না। বিপরীতে হিজবুল্লাহকে নিয়ে এক ধরনের ভয় কাজ করছে নেতানিয়াহু প্রশাসনের।
in International, News
GIPHY App Key not set. Please check settings