দেশের মানুষের জন্য অনেকটা সুখবর ই বললে চলে, রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। বৈধপথে বাংলাদেশের রেমিট্যান্স পাঠালে নগদ ২ শতাংশ প্রণোদনা বর্তমানে দিয়ে আসছে সরকার। তবে অগ্রণী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে আরও এক শতাংশ বেশি প্রণোদনা পাবে দেশের মানুষ। অর্থাৎ এ ব্যাংকে রেমিট্যান্স পাঠালে মিলছে নগদ ৩ শতাংশ প্রণোদনা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার গত ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে। চলতি অর্থবছরেও এটি কার্যকর রেখেছে। এটি যুগোপযোগী একটি পদক্ষেপ।
GIPHY App Key not set. Please check settings