ওপার বাংলার সিরিয়াল ‘খড়কুটো’। গত বছর আগস্টে স্টার জলসায় শুরু হয়েছিল এটির প্রচার। সিরিয়ালটিতে গুনগুন চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা।
প্রথম থেকে গুনগুন চরিত্রটিকে সহজ সরল হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাকে বেশ পছন্দ করেছিল দর্শকরা। কিন্তু সম্প্রতি একটি পর্বে মিষ্টির অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা দেখানো হয়। কিন্তু গুনগুন তা বুঝতে পারে না। অনেক কষ্ট করে বাবিন তাকে বিষয়টি বুঝিয়ে দেয়। এটি মানতে পারছে না দর্শকরা।
নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে এ পর্বটিকে ঘিরে। একদিকে ‘খড়কুটো হেটার্স’ অন্যদিকে ‘খড়কুটো লাভার্স’। দুই পক্ষের মধ্যে চলছে ভার্চুয়াল যুদ্ধ। সমালোচকদের একজন লিখেছেন, ‘ন্যাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমিও রোজ দেখি। কিন্তু এখন বেশি বেশি হয়ে যাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘প্রাপ্ত বয়স্ক হওয়ার পর একটি বিবাহিত মেয়ে অন্তঃসত্ত্বা বোঝে না, এটি সত্যি বাড়াবাড়ি। সত্যি গল্প বটে।’
অবশ্য ধারাবাহিকের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। ‘খড়কুটো লাভার্স’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘খড়কুটোকে যারা মেন্টাল ফ্যামিলি বলেছিল তারা আজকে সেরা পরিবার অ্যাওয়ার্ড পেল। আমি এবং আমরা সমস্ত খড়কুটো ফ্যানরা এবং সৌগুন (সৌজন্য ও গুনগুন) লাভার্সরা খুব খুব খুব খুব খুশি।’
GIPHY App Key not set. Please check settings