সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে সার্জিস, হাসনাত ও হান্নান মাসুদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পক্ষে থেকে বিএনপির চলমান আন্দোলন দমন ও নেতাকর্মীদের দমন-পীড়নে সক্রিয় থাকার অভিযোগ এনেছেন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা।
এইচ এম রাশেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা কলেজ ছাত্রদল এবং কেন্দ্রীয় যুবদল নেতা, এক বিবৃতিতে বলেন, “সারজিস, হাসনাত ও হান্নান মাসুদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও, তারা স্পষ্টতই সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নিচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ১৯ জুলাইয়ের আন্দোলনের সময় এসব ব্যক্তি আন্দোলনের পরিকল্পনা, অংশগ্রহণকারী বা কৌশল সম্পর্কে কিছুই জানতেন না। প্রশাসন আগে থেকেই এই আন্দোলন সম্পর্কে সচেতন ছিল, যার ফলশ্রুতিতে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এইচ এম রাশেদ আরও জানান, “তীব্র দমন-পীড়নের মধ্যেও নেতাকর্মীরা রাজপথে ছিল। এমনকি আমার নিজের স্ত্রী ও সন্তানও সেদিন রাজপথে অবস্থান করেছিল। কারণ তারা জানত, এই আন্দোলনে ব্যর্থ হলে আমাদের জন্য জেল-ফাঁসি নিশ্চিত।”
তিনি দাবি করেন, বিএনপি যদি পূর্ণ শক্তি নিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নামে, তবে “এই অন্তর্বর্তীকালীন সরকার এক ঘণ্টাও টিকবে না।” আর সরকার পতনের পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ গোষ্ঠীগুলো অধীর আগ্রহে বসে আছে এই স্বঘোষিত নেতাকর্মীদের গিলে খাওয়ার জন্য বলে মন্তব্য করেন তিনি।
এইচ এম রাশেদ রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের জেল খাটার সময়কালও আপনাদের রাজনৈতিক বয়সের থেকে বেশি । অতএব, রাজনৈতিক ভাষা ও অবস্থানে সংযম অবলম্বন করুন।”
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings