in

সমালোচকদের মতে ২০১৯ সালের সেরা চলচ্চিত্রগুলো।

চলচ্চিত্র সমালোচকরা সিনেমার ভাষা খুব ভালো করে জানেন। কোনও  চলচ্চিত্র রেটিংয়ের সময় তারা সেটারমধ্যে শুধু বিনোদন নয়, বরং এর চেয়েও বেশি কিছু খোঁজেন।সমালোচকরা চলচ্চিত্রের ধারণাগুলো দেখেন, সেটা কীভাবেঅনুপ্রাণিত করবে তা বোঝার চেষ্টা করেন। তারা একটি ছবির শৈল্পিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দার্শনিক অবস্থান যাচাই করেন। একই সঙ্গেদৃশ্যধারণ, আলো এবং সম্পাদনার মতো কাজগুলো বুঝতে বিচারবিশ্লেষণ করেন। সমালোচকরা ব্যাপকভাবে এই বিষয়গুলো অনুধাবন করতে পারেন বলেই তাদেরকাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা অর্জন করা ছবিগুলো পপকর্ন হাতে উপভোগ করার জন্যমূলধারার ফ্লিক বা ব্লকবাস্টার সিনেমাগুলোকেও ছাড়িয়ে যায়।

২০১৯সালে এমন কয়েকটি ছবি মুক্তি পেয়েছে যেগুলো বক্স অফিস হিট হয়েছে। একই সঙ্গেসমালোচকদের থেকেও বেশি স্কোর অর্জন করেছে। মেগাহিট ‘টয় স্টোরি-৪বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে শীর্ষে আছে এবং সমালোচকদের কাছ থেকেও বিপুলপ্রশংসা পেয়েছে। 

ব্র্যান্ডপিট এবং লিওনার্দো ডিক্যাপ্রিওসহ বাঘা বাঘা সব তারকাদের নিয়ে বানানো ‘ওয়ানস আপন এ টাইম ইন হলিউড’ও সমালোচকদেরপ্রশংসা আদায় করে নিয়েছে। একই সঙ্গে বক্স অফিসও মাতিয়েছে। 

২০১৯সালে টপ র‍্যাংকিংয়ে যে ছবিগুলো আছে তার মধ্যে বেশরভাগই স্বল্পপরিচিত আর্টফিল্ম, আন্তর্জাতিক চলচ্চিত্র বা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত যা বিভিন্ন উত্সবেপ্রিমিয়ার হয়েছিল। এগুলো এমন ধরণের চলচ্চিত্র যেগুলো সৃজনশীল তীব্রতার সঙ্গেসিনেমাটিক ধারাও অন্বেষণ করে, কিন্তু বক্স অফিসে খুব একটাসাড়া ফেলে না। 

সমালোচকদেরমতে,২০১৯ সালে যে চলচ্চিত্রগুলো সেরা হয়েছে সেগুলোর থিম নেওয়া হয়েছেমানুষের একাকীত্ব, বিচ্ছিন্নতা, শরণার্থীঅভিজ্ঞতা কিংবা কৌতুকপূর্ণ রোম্যান্সের মতো বিষয়গুলো থেকে। এই থিমগুলো মানুষেরসমকালীন রূপে মানুষের অবস্থার সাথে সম্পর্কিত। এ জাতীয় চলচ্চিত্রগুলো প্রতিবন্ধীবা অবহেলিত মানুষদের দৃষ্টিভঙ্গি এবং তাদের গল্পগুলোও তুলে ধরে। তবে এইচলচ্চিত্রগুলোতে গ্যাংস্টার ফিল্ম বা হরর জেনারের মতো জনপ্রিয় ধারা এবং শৈলীরওমিশ্রণ দেখা গেছে। ২০১৯ সালে কিছু ডকুমেন্টারিও সমালোচকদের কাছ থেকে ভালো নম্বরপেয়েছে, যেগুলো অভিনব সিনেমাটিক শৈলীর সাথেসাংস্কৃতিকভাবেও প্রাসঙ্গিক। 

বিশ্বখ্যাতমুভি রিভিউকারী ওয়েবসাইট মেটাক্রিটিক এ সমালোচকদের মতে ২০১৯ এর সেরা কিছু চলচ্চিত্রের তালিকা একবার দেখে নেওয়া যাক। 

#1 প্যারাসাইট

মেটাস্কোর: ৯৬

বংজুন হো পরিচালিত এই কোরিয়ান কমেডি ড্রামা ম্যুভিটি ইতিমধ্যেই পাম ডি অর, গোল্ডেন গ্লোবের মতো আওয়ার্ড লুফে নিয়েছে। সমাজের বিত্তবানদের অভিপ্রায়ও ধনি -মধ্যবিত্ত শ্রেণীর বৈষম্য এই ছবিতে তুলে ধরা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#2 দি আইরিশম্যান

মেটাস্কোর:৯৪

এইছবিটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেস। ১৯৫০ সালের প্রেক্ষাপটে আমেরিকার গ্যাংকালচারের গল্প নিয়ে নির্মান করা হয়েছে দি আইরিশম্যান। অভিনয় করেছেন রবার্ট ডিনিরোর মতো শক্তিমান তারকা। আর আল পাচিনো একই সঙ্গে এই ছবিটিতে অভিনয় করেছেন এবংপ্রযোজনা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#3 ম্যারেইজ স্টোরি

মেটাস্কোর: ৯৪

নোয়া বাউমবাক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসনের মতো হেভিওয়েট তারকা। একজন সিনেমা পরিচালক ও তার স্ত্রীর কাজ, ব্যস্ততা এবং মনোমালিন্যের পরিণতি ডিভোর্স নিয়েই ছবির কাহিনী। ৬টি গোল্ডেন গ্লোব এ্যওয়ার্ড জিতে নিয়েছে এই ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#4 পোর্ট্রেট অব এলেডি অন ফায়ার

মেটাস্কোর:৯৩

সেলিনস্কিয়াম্মা নির্মিত এই ছবিটি ১৭৬০ সালের পটভূমিতে তৈরি। ১২১ মিনিট দৈর্ঘ্যের ‘পোর্ট্রেট অব এ লেডি অন ফায়ার’ মারিয়ান্ননামের এক আর্টিস্টের গল্প বলা হয়েছে, যিনি একজন যুবতীরপোর্ট্রেট আঁকতে চান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#5 দ্য স্যুভেনির

মেটাস্কোর: ৯২

এই আত্মজীবনীমূলক কাহিনীটি একজন তরুণ চলচ্চিত্রের শিক্ষার্থীর, যার নাম জুলি (অনার সুইটেন বাইরন)। পুরো ছবিতে একটি ভুল সম্পর্কে জড়িয়ে পড়া এবং প্রভাবের চিত্র উঠে এসেছে। ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির নির্মাতা জোয়ানা হগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#6 আনকাট জেমস

মেটাস্কোর:৯১

বেনিসাফডি এবং জস সাফডি যৌথভাবে এই ছবিটি বানিয়েছেন। ক্রাইম থ্রিলার ধাঁচের এই ছবিটিতেনিউ ইয়র্কের একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#7 দ্য ফেয়ারওয়েল

মেটাস্কোর:৮৯

দ্য ফেয়ারওয়েল ছবিটির পরিচালক হলেন লুলু ওয়াং। ছবিটির গল্পটাও তারই লেখা। পরিচালক লুলুওয়াং তার দাদীর সাথে নিজের অভিজ্ঞতা এবং দুজনার সাংস্কৃতিক বৈপরীত্যের গল্প এইছবিতে তুলে ধরেছেন। ছবিটির দৈর্ঘ্য ১০০ মিনিট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#8 লং ডে’স জার্নি ইনটু নাইট

মেটাস্কোর:৮৯

ছবিটি পরিচালনা করেছেন বাই গান। দক্ষিণ পশ্চিম চীনের গুয়াংঝৌ শহরের পটভূমিতে ছবিটি নির্মাণ করা হয়েছে। এখানে ভালোবাসার খোঁজে ঘরে ফেরা এক মানুষের গল্প উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#9 ফর সামা

মেটাস্কোর:৮৯

১০০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন এডওয়ার্ডস ওয়াটস এবং ওয়াড আলখাতিব। এটি মূলত একটি ডকুমেন্টারি। এখানে ‘আরব বসন্ত’ এবং এর পারিপার্শ্বিক বিভিন্ন চিত্র উঠে এসেছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#10 পেইন অ্যান্ডগ্লোরি

মেটাস্কোর:৮৮

দুটি অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোবার পরিচালিত এই ছবিতে অভিনয় করেই ৭২তমকান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যান্টনিও বান্দেরাস। ছবিটিজীবনের গতির ছবি, জীবনের নানান রঙ্গের ছবি। এই ছবি সেই শক্তিকেঅন্বেষণ করে, যার ফলে শরীরে প্রাণ থাকা পর্যন্ত মানুষস্বপ্ন দেখে, আশায় বাঁধে বুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#11 অ্যাপোলো ১১

মেটাস্কোর:৮৮

ছবিটি পরিচালনা করেছেন টড ডগলাস মিলার। ৯৩ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি মূলত একটিডকুমেন্টারি। ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষের চন্দ্র বিজয়ের নানা তথ্য এখানে উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#12 ইন ফ্যাব্রিক

মেটাস্কোর:৮৭

পিটার স্ট্রিকল্যান্ড পরিচালিত এই ছবিটির দৈর্ঘ্য ১১৮মিনিট। ছবিটিতে একজন খুনি দর্জিরগল্প বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#13 গিনেজ

মেটাস্কোর:৮৭ 

এই ছবিটির পরিচালক ফিলিপ লিসেজ। ছবিটির গল্পটি একজন মানুষের প্রথম প্রেমকে ঘিরে এগিয়েচলেছে। গিনেজ সিনেমাটিকে একই সঙ্গে মিষ্টি এবং জটিল প্রেমের আখ্যান হিসেবে অভিহিত করছেন সমালোচকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#14 ডায়ান

মেটাস্কোর:৮৬

ডায়ান পরিচালনা করেছেন কেন্ট জোন্স। দৈর্ঘ্য ৯৫ মিনিট। ছবিটিতে একজন মমতাময়ী মা এবং তারনেশাগ্রস্ত ছেলের গল্প তুলে ধরা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#15 রোলিং থান্ডাররিভ্যু: অ্যা বব ডিলান স্টোরি

মেটাস্কোর:৮৬

মার্টিন স্কোরসিস পরচালিত এই ছবিটির দৈর্ঘ্য ১৪২ মিনিট। এটা মূলত বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীবব ডিলানের ওপর তৈরি একটি ডকুমেন্টারি। ১৯৭৫ সালে তার একটি ট্যুরের খণ্ড চিত্রএখানে উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#16 হানিল্যান্ড

মেটাস্কোর:৮৬ 

৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন লুবোমির স্টেফানোভ এবং তামারা কোতেভাস্কা। গ্রামে বাস করা এক মধু চাষীকে ঘিরে ছবির গল্প এগিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#17 দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি

মেটাস্কোর: ৮৬

এই ছবিটির পরিচালক নুরি বিলগে সেলান। ১৮৮ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে এক তরুণের গল্প তুলে ধরা হয়েছে, যে একজন লেখক হতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#18 আমেরিকান ফ্যাক্টরি

মেটাস্কোর: ৮৬ 

জুলিয়া রিচার্ট এবং স্টিভেন বোগনার যৌথভাবে এই ছবিটি পরিচালনা করেছেন। ছবির দৈর্ঘ্য ১১৫ মিনিট। ছবিতে এমন একটি কারখানার গল্প বলা হয়েছে, যেটার মালিক একজন চীনা বিলিওনিয়ার। কারখানার ১০০০ কর্মীর সবাই আমেরিকান। কিন্তু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ২০০ জন হলেন চীনা নাগরিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#19 অ্যান এলিফ্যান্ট সিটিং স্টিল

মেটাস্কোর: ৮৬

২৩০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটির পরিচালক হু বো। ছবিটিতে কয়েকজন মানুষের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#20 ব্ল্যাক মাদার

মেটাস্কোর: ৮৬

ব্ল্যাক মাদার ছবিতে জ্যামাইকা দ্বীপের পটভূমিতে একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির দৈর্ঘ্য ৭৭ মিনিট। পরিচালক খালিক আলাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#21 অ্যাশ ইজ পিউরেস্ট হোয়াইট

মেটাস্কোর: ৮৫

ছবিটির পরিচালক জিয়া ঝ্যাংকি। দৈর্ঘ্য ১৩৬ মিনিট। ছবিটিতে পরিচালকের স্ত্রী তাও ঝাও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একজন গ্যাংস্টারের রোম্যান্সের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#22 বার্ডস অব প্যাসেজ

মেটাস্কোর: ৮৫

ছবিটির দৈর্ঘ্য ১২৫ মিনিট। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সিরো গুয়েরা এবং ক্রিস্টিনা গ্যালেগো। ১৯৬০-১৯৮০ সালের মধ্যে উত্তর কলম্বিয়ার সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তোইরি করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#23 নাইভস আউট

মেটাস্কোর: ৮৫

লেখক আগাথা ক্রিস্টি থেকে অনুপ্রাণিত হয়ে মৃত্যুরহস্য নিয়ে 'নাইভস আউট' নামে আমেরিকান এই রহস্য চলচ্চিত্র নির্মাণ করেন সিনেমার লেখক, প্রযোজক ও পরিচালক রিয়ান জনস। ৪০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে টরন্টো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০০৫ সালে 'ব্রিক' সিনেমাটি নির্মাণের পরই রিয়ান জনস 'নাইভস আউট'-এর ধারণা নিয়ে কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#24 ওয়ান চাইল্ড ন্যাশন

মেটাস্কোর: ৮৫

এটি মূলত একটি ডকুমেন্টারি। নানফু ওয়ান এবং লিন ঝ্যাং যৌথভাবে এটি পরিচালনা করেছেন। চীনের এক সন্তান নীতি নিয়ে ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#25 আটলানটিকস

মেটাস্কোর: ৮৫

ছবিটির পরিচালক মাতি ডিওপ। দৈর্ঘ্য ১০৪ মিনিট। একজন নির্মাণ শ্রমিকের সঙ্গে এক ধনী ব্যাবসায়ীর বাগদত্তার প্রেমের গল্পকে ঘিরে ছবির গল্প এগিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#26 দ্য কেভ

মেটাস্কোর: ৮৫

এটা একটা ডকুমেন্টারি। নির্মাণ করেছেন ফেরাস ফায়াদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি ভূগর্ভস্থ হাসপাতালের চিত্র এখানে উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#27 ওয়ান কাট অব দ্য ডেড

মেটাস্কোর: ৮৫

ছবিটির পরিচালক শিনচিরো ইউয়েদা। এটা মূলত একটি জম্বি মুভি। স্বল্প বাজেটের এই ছবিটি সাদামাটা একটি গুদামের ভেতরেই শ্যুট করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#28 দ্য গ্রাউন্ড বেনিথ মাই ফিট

মেটাস্কোর: ৮৫

ছবিটির পরিচালক ম্যারি ক্রুয়েতজার। দৈর্ঘ্য ১০৮ মিনিট। কাজপাগল উচ্চাকাঙ্ক্ষী নারী লোলার গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#29 টয় স্টোরি ৪

মেটাস্কোর: ৮৪

জশ কুলি পরচালিত ছবিটির দৈর্ঘ্য ১০০ মিনিট। বক্স অফিসে ঝড় তোলা টয় স্টোরি সিরিজের চতুর্থ কিস্তি এটি। নির্মাণশৈলি এবং গল্পের কারণে শিশুতোষ এই অ্যানিমেশন মুভিটি বড়দেরও হৃদয় জয় করে নিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#30 বুকসমার্ট

মেটাস্কোর: ৮৪

ছবিটি পরিচালনা করেছেন অলিভিয়া ওয়াইল্ড। পরিচালক হিসেবে এটাই ছিল তার প্রথম কাজ। প্রথম পরিচালনাতেই বাজিমাত করেছেন তিনি। দর্শক এবং সমালোচক সবারই মন জয় করতে সক্ষম হয়েছেন অলিভিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#31 সিনোনিমস

মেটাস্কোর: ৮৪

এটাকে একটি থ্রিল মুভি বলা যেতে পারে। পরিচালনা করেছেন নাদাভ লাপিদ। তার বাবা হাইম লাপিদ ছবিটির চিত্রনাট্য লিখেছেন। একজন তরুণের প্রতিষ্ঠালাভের গল্প নিয়ে ছবিটি কাহিনী এগিয়ে গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#32 ভার্দা বাই অ্যাগনেস

মেটাস্কোর: ৮৪

ছবির পরিচালক অ্যাগনেস ভার্দা ও দিদিয়ের রগেট জুটি। ভার্দা বাই অ্যাগনেস মূলত একটা একটি ডকুমেন্টারি। এর দৈর্ঘ্য ১১৫ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#33 ইন মাই রুম

মেটাস্কোর: ৮৪

১১৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন আলরিখ কোহলার। একজন মধ্যবয়সী লোকের সংকটময় জীবন নিয়ে ছবির গল্প এগিয়ে গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#34 এন্ড অব দ্য সেনচুরি

মেটাস্কোর: ৮৪

এন্ড অব দ্য সেনচুরি লুসিও কাস্ত্রো পরিচালিত প্রথম ছবি। দুজন লোকের প্রেম কাহিনী ছবির থিম হসেবে বেছে নেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#35 ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

মেটাস্কোর: ৮৩

কিংবদন্তি পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন...হলিউড’ শুধু হলিউডেই নয়, বরং চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে আলোচিত ও বড় আয়োজনের ছবিগুলোর একটি। মূল অভিনয়শিল্পীরা হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্রাট পিট ও মারগট রোবি। ছবিতে লিওনার্দোর চরিত্রের নাম রিক ডাল্টন—১৯৬৯ সালে হলিউডের এক ওয়েস্টার্ন টিভি সিরিজে অভিনয় করা একজন অভিনেতা। টিভি সিরিজে অভিনয়ের পর তখনকার হলিউডের মূলধারায় ঢোকার জন্য সংগ্রাম করছেন রিক। রিকের সঙ্গে বহুদিন ধরে কাজ করছেন স্টান্ট ডাবল ক্লিফ বুথ। এই ক্লিফের চরিত্রে অভিনয় করছেন ব্র্যাড পিট। অস্ট্রেলীয় অভিনেত্রী মারগট রোবিকে এখানে রয়েছেন আমেরিকান অভিনেত্রী ও মডেল শ্যারন টেইটের চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#36 দ্য লাইট হাউজ

মেটাস্কোর: ৮৩

রবার্ট এগার্স পরিচালিত ছবিটির দৈর্ঘ্য ১০৯ মিনিট। ১৮০০ সালের পটভূমিতে ছবির গল্প এগিয়ে গেছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন উইলিয়াম ড্যাফো এবং রবার্ট প্যাটিনসন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#37 দ্য লাস্ট ব্ল্যাক মান ইন সান ফ্রান্সিসকো

মেটাস্কোর: ৮৩

ছবিটি পরিচালনা করেছেন জো টালবোট। দুজন মানুষ যারা তাদের শৈশবের স্মৃতিঘেরা বাড়ি ফিরে পেতে হন্নে হয়ে ছুটছেন, এমন একটি গল্প এই ছবিতে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#38 রোল রেড রোল

মেটাস্কোর: ৮৩

রোল রেড রোল মূলত একটি ডকুমেন্টারি। পরিচালনা করেছেন ন্যান্সি সোয়ার্জম্যান। যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২০১২ সালে এক কিশোরীর ওপর নিপীড়নের চিত্র এখানে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#39 ট্রানজিট

মেটাস্কোর: ৮২

জার্মানির কারাগার থেকে পালিয়ে আসা এক আসামির গল্প নিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। পরিচালনা করেছেন ক্রিশ্চিয়ান পেটজোল্ড। দৈর্ঘ্য ১০১ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#40 মেইডেন

মেটাস্কোর: ৮২

এটা মূলত একটি ডকুমেন্টারি। ১৯৮০ সালে একটি ইয়ট রেসের ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন অ্যালেক্স হোমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#41 কারমাইন স্ট্রিট গিটার

মেটাস্কোর: ৮২

এটাও একটি ডকুমেন্টারি। পরিচালনা করেছেন রন মান। দৈর্ঘ্য ৮০ মিনিট। গ্রামের একটি দোকানে হাতে বানানো গিটার এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ডকুমেন্টারিটিতে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#42 গিভ মে লিবার্টি

মেটাস্কোর: ৮২

একজন মেডিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের কাহিনী এই ছবিতে উঠে এসেছে। ছবিটির পরিচালক কিরিল মিকহ্যানোভস্কি। দৈর্ঘ্য ১১০ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#43 অ্যানজেলস আর মেড অব লাইট

মেটাস্কোর: ৮২

জেমস লংলির পরিচালনায় নির্মিত ‘অ্যানজেলস আর মেড অব লাইট’ একটি ডকুমেন্টারি ঘরানার ছবি। আফগানিস্তানের কাবুলের শিশুদের নিয়ে ডকুমেন্টারিটি তোইরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#44 দ্য টু পোপস

মেটাস্কোর: ৮২

দুজন পোপের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। পোপ বেনেডিক্টের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্টনি হপকিন্স। আর পোপ ফ্রান্সিসের চরিত্রে অভিনয় করেছেন জোনাথন প্রিস। ছবিটি পরিচালনা করেছেন ফার্নান্দো মিরালেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#45 রেসেল

মেটাস্কোর: ৮২

এটাও একটা ডকুমেন্টারি। যুক্তরাষ্ট্রের আলাবামার চারজন হাই স্কুল পড়ুয়া রেসলারকে নিয়ে ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন যৌথভাবে লরেন বেলফার এবং সুজানাহ হার্বার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#46 রিলাক্সার

মেটাস্কোর: ৮২

আর্টফিল্ম ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন জোয়েল পোট্রিকাস। ছবিটির দৈর্ঘ্য ৯১ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#47 আস

মেটাস্কোর: ৮১

জর্ডার্ন পিল পরিচালিত ছবিটির দৈর্ঘ্য ১১৬ মিনিট। চার সদস্যবিশিষ্ট একটি পরিবারের গল্প এই ছবিতে উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#48 ফোর্ড ভার্সেস ফেরারি

মেটাস্কোর: ৮১

বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা ফোর্ড ও ফেরারি কোম্পানির ৫০ এর দশকের তুমুল প্রতিযোগিতার সত্য ঘটনা অবলম্বনে তৈরী এ ছবিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন ও ক্রিস্টিয়ান বেল। পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#49 ওয়েভস

মেটাস্কোর: ৮১

১৩৬ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি পরিচালনা করেছেন ট্রে এডওয়ার্ডস সাল্টস। মাত্র ৩০ বছর বয়সী পরিচালক এডওয়ার্ডসের তৃতীয় ছবি এটি। কিন্তু পুরো ছবিজুড়ে তিনি এতটাই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি যে তার বয়স মাত্র ৩০ সেটা ভাবলে অবাকই হতে হবে। ওয়েভস মূলত একটি ফ্যামিলি ড্রামা। স্বামী-স্ত্রী সম্পর্ক এবং আবেগের গল্প এখানে উঠে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

#50 শ্যাডো

মেটাস্কোর: ৮১

ঝ্যাং ইমু পরিচালিত এই ছবিটির দৈর্ঘ্য ১১৬ মিনিট। একজন মার্শাল আর্ট লিজেন্ডের গল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

২০১৯ সালে বিনোদন জগতের যাদের হারালাম।

What Happens to People’s Lungs When They Get Coronavirus?