রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। আর টানা বৃষ্টির কারণে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে স্বস্তির খবর হলো, ডিম ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। শুক্রবার (১৮ জুলাই) রামপুরা-মালিবাগ এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কয়েক মাস স্থিতিশীল থাকার পর এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কিছুটা কম থাকাকে এর কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।
টানা বৃষ্টির কারণে সবজির বাজারে সরবরাহ সংকট দেখা দেওয়ায় অধিকাংশ সবজির দাম চড়া। বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তারও বেশি দামে। কাকরোল, করলা, বরবটি ৭০-৮০ টাকা এবং ঝিঙা, চিচিঙ্গা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দাম বাড়লেও ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বাড়ার পর এখন প্রতি ডজন ডিমের দাম ৫-১০ টাকা কমে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে, আমদানির প্রভাবে কাঁচামরিচের দাম সামান্য কমেছে। সপ্তাহখানেক আগে ৩০০ টাকা পর্যন্ত উঠলেও, এখন প্রতি কেজি কাঁচামরিচ ২৪০-২৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings