in ,

সংসদ থেকে তুর্কি এমপিকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো

তুরস্কের কুর্দিপন্থি ওমর ফারুক গারগেরিওগ্লু নামের এক এমপিকে পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। রবিবার দেশটির জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে। এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হলেও তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এর পরই সরকার তাকে পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে বের করে দেয়। খবর আল আরাবিয়া নিউজের।

তুরস্কের কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিএফ রবিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে— প্রায় ১০০ পুলিশ গারগেরিওগ্লুকে সংসদ ভবন থেকে টেনহিঁচড়ে নিয়ে যায়।

কোসায়েলি প্রদেশ থেকে নির্বাচিত এই সাংসদকে অনলাইনে ‘সন্ত্রাসবাদ’ ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে তাকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তুরস্কের আপিল আদালত ওই রায় বহাল রাখেন। গত ১৫ মার্চ তুর্কি সংসদের স্পিকার গারগেরিওগ্লুকে জানান যে, তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এর পরই তাকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হলো।

Report

What do you think?

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

হিজবুল্লাহকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল?

২৪ ঘণ্টা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকলে ২৪শ’ ডলার পুরস্কার