যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরের একটি মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের এই ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও সন্দেহভাজন গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
কলোরাডো কর্তৃপক্ষ ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে গ্রোসারি স্টোরে এক ব্যক্তি প্রবেশ করে। তারপরই গুলি শুরু হয়। ২০ মিনিটের মাথায় স্থানীয় পুলিশ টুইট করে জানায়, গ্রোসারি স্টোরটিতে বন্দুকধারী রয়েছেন। তিনি গুলি ছুড়ছেন। পরে এলাকাটি এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করে পুলিশ।
in Crime, International, News
GIPHY App Key not set. Please check settings