অর্থ পাচারের অভিযোগে মুন চল মিয়ং নামে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ায় মালিয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে উত্তর কোরিয়া।
শুক্রবার (১৯ মার্চ) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে এ কথা জানানো হয়েছে।
মালিয়েশিয়ার আদালতের নির্দেশে বেআইনিভাবে অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার ওই নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে মালয়েশিয়া সরকার। এ নিয়েই উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধের শুরু।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম বলছে, এ রায় ‘অবাস্তব, সাজানো ও চক্রান্ত’। ফলে মালিয়েশিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কিম জং উন প্রশাসন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয়ের বিবৃতি উদ্ধৃত করে দেশটির সরকারি গণমাধ্যম বলছে, এটা পুরোপুরি ওয়াশিংটনের ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রই হলো উত্তর কোরিয়া রাষ্ট্রের প্রধান শত্রু।
ওই বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়া এক ব্যাপক শত্রুভাবাপন্ন কাজ করেছে। উত্তর কোরিয়ার ওই নাগরিক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ন্যায়সঙ্গত পথে ব্যবসা করছিলেন। মালয়েশিয়ার সিদ্ধান্তের কারণে উত্তর কোরিয়া দেশটির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে।
একইসঙ্গে বাইডেন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতিতে বলা হয়েছে, এ কারণে যুক্তরাষ্ট্রকে উচিত মূল্য দিতে হবে। তবে মালয়েশিয়া এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বিরোধ যখন চরমে, ঠিক এমন সময় মালয়েশিয়ার সঙ্গে বিচ্ছেদ হলো উত্তর কোরিয়ার।
GIPHY App Key not set. Please check settings