আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কিছু বাড়ির তথ্য নিয়ে। বিলাসবহুল এই বাড়িগুলো খুব স্বাভাবিক ভাবেই এটি ভাবিয়ে তুলবে যে, আপনি যেই পৃথিবীতে বসবাস করেন এবং এই বাড়িগুলোর উচ্চবিত্ত মালিকেরা যেই পৃথিবীতে বসবাস করে তা সম্পূর্ণ বা অনেকাংশেই ভিন্ন। নিচে তুলে ধরা হল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ৫টি বাড়ির তালিকা।
#1 কেসিংটন প্যালেস গার্ডেন
এই বাড়িটি অবস্থিত লন্ডনের কেসিংটন এলাকার একটি সড়ক যার নাম বিলিওনাইরেস রও। এই বাড়িটি, এই একই রাস্তায় অবস্থিত আরও বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ির মধ্যে একটি।
বেডরুমঃ ১২টি
স্থানঃ কেসিংটন, লন্ডন
মূল্যঃ ২২২ মিলিয়ন ইউএস ডলার
স্বত্বাধিকারীঃ লাক্সমি মিত্তাল। আরসেলর মিত্তাল প্রতিষ্ঠানের (বিশ্বের সবচেয়ে বড় ষ্টীল প্রস্তুতকারক প্রতিষ্ঠান) মালিক তিনি।
#2 ফোর ফেয়ারফিল্ড পন্ড
সীমিত স্থান, শহরের জনপ্রিয়তা এবং অন্যান্য কারণে নিউ ইয়র্ক তার ব্যয়বহুল বাড়িগুলির জন্য বেশ পরিচিত। এই বাড়িটিও সেগুলোর মধ্যেই অন্যতম একটি।
বেডরুমঃ ২৯টি
স্থানঃ সাগাপোনাক, নিউ ইয়র্ক
মূল্যঃ ২৪৮.৫ মিলিয়ন ইউএস ডলার
স্বত্বাধিকারীঃ ইরা রেনার্ট। রেনেকো গ্রুপের মালিক তিনি।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#3 ভিলা লিওপোল্ডা
এই সুদর্শন বাড়িটির মালিক লিলি সাফরা। স্বামীর মৃত্যুর পর তিনি একাই এখন এই বাড়িটির স্বত্বাধিকারী। ১৯৫৫ সালের, To Catch a Thief নামের একটি চলচ্চিত্রের সেট অনুসারে এই বাড়িটি নির্মাণ করা হয়ে থাকে।
বেডরুমঃ ১৪টি
স্থানঃ কোট দাজ্যুর, ফ্রান্স
মূল্যঃ ৭৫০ মিলিয়ন ইউএস ডলার
স্বত্বাধিকারীঃ লিলি সাফরা।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#4 এন্টিলিয়া
বিশ্বের অন্যান্য ব্যয়বহুল বাড়িগুলোর কথা ভুলে যান কিছুক্ষণের জন্য। আসুন আপনাদেরকে জানিয়ে দেই যে, ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তি জনাব, মুকেশ আম্বানির ১ বিলিয়ন ইউএস ডলারের নির্মিত এই এন্টিলিয়া নামক বাড়িটিতে মোট ৬০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বাড়িটির সার্বিক দেখাশুনা ও পরিচালনার জন্য।
আকারঃ ২৭ তলা। প্রায় ৪ লক্ষ বর্গফুট।
স্থানঃ মুম্বাই, ইন্ডিয়া
মূল্যঃ ১ বিলিয়ন ইউএস ডলার
স্বত্বাধিকারীঃ মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মালিক তিনি।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
#5 বাকিংহাম প্রাসাদ
আপনার যদি ২ বিলিয়ন ডলার মুল্যের দিয়ে এই বাড়িটি কেনার সামর্থ থাকেও কিন্তু তবুও আপনি এটি কখনই ক্রয়ের সুযোগ পাবেন না। অসাধারন সুন্দর এবং অত্যাধিক বিলাসবহুল এই বাড়িটিতে থাকতে হলে অবশ্যই এই রাজ পরিবারের সদস্য হতে হবে।
বেডরুমঃ ৫২টি
স্থানঃ ওয়েস্টমিনস্টার, লন্ডন
মূল্যঃ ২ বিলিয়ন ইউএস ডলার
স্বত্বাধিকারীঃ রানী এলিজাবেথ (দ্বিতীয়)।
যদি আপনার সামর্থ থাকতো তাহলে কি আপনি এই বিলাসবহুল বাড়িগুলোর কোনোটি কেনার ইচ্ছা প্রকাশ করতেন? নিচে কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আমাদের।
Leave a Reply
GIPHY App Key not set. Please check settings
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings