মাঘ মাসের শুরুতেই শীতপ্রবন জেলা পঞ্চগড়ে হাড় কাঁপানো কনকনে তীব্র শীতে জনজীবনের জবুথবু অবস্থা। আবারও প্রবল শৈতপ্রবাহের কবলে পঞ্চগড়। তাপমাত্রা নেমে এসেছে৭ ডিগ্রির ঘরে। সাধারনত প্রতি বছর মাঘ মাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশী থাকে এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। রাত থেকেই বৃষ্টির মত কুয়াশা ঝরছে। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে। দিনের বেলাতে গায়ে গরম কাপড় জড়িয়ে বাইরে বের হলেও ঠান্ডা অনুভুত হচ্ছে। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।
এই শীতে বেশী কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এছাড়া শীতজনিত নানান রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। প্রচন্ড ঠান্ডায় কৃষকরা মাঠে কাজে যেতে পারছেন না।
এদিকে বোরো চারা রোপনের সময় হয়ে আসলেও ঠান্ডার কারণে কৃষকরা এখনো বোরো চারা রোপেনর কাজ শুরু করেতে পারেননি।
জেলার বোদা উপজেলার বোসপাড়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন,ঠান্ডাটা একটু কমে আসুক তার পর বোরো চাষে নামবো। বর্তমানে পঞ্চগড়ে ৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।
আজ রবিবার পঞ্চগড়ে সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। বইছে শৈতপ্রবাহ। এ সময় বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ আর ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার। এর আগে শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ে তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি
বাংলার ৬ ঋতুর হিসেব মতে পৌষ ও মাঘ এই দুই মাস শীত ঋতু বা শীতকাল। প্রবাদ আছে মাঘের শীতে বাঘে কাঁপে। মাঘ মাস শুরু থেকেই শীতপ্রবন পঞ্চগড় জেলার তীব্র শীত জেঁকে বসেছে। তাপমাত্রা ৭ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শীতের তীব্রতা বেড়ে গেছে।
আজ শনিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সমগ্র এলাকা। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশায় ভিজে যাচ্ছে পথ-ঘাট ও ঘরের চালা। হিমালয়ের হিমশীতল বাতাস সরাসরি জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাড় কাঁপানো তীব্র শীত অনুভুত হচ্ছে।
ইতোমধ্যে এক দফা মাঝারি শৈত্যপ্রবাহ এবং কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে পঞ্চগড় জেলার উপর দিয়ে। মাঘের শুরু থেকে কুয়াশাও বেড়ে গেছে। কোনো কোনো দিন সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি।
গতকাল শুক্রবার সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও ওই দিন সারাদিন সূর্যের মুখ দেখা পাওয়া যায়নি। সারাদিন কুয়াশাচ্ছন্ন সমগ্র জনপদ। এর আগে বৃহস্পতিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ও রাতে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে। এই শীতে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষজন বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া শীতজনিত রোগের সংখ্যা বেড়ে গেছে। শীতে শিশু ও বৃদ্ধরা বেশী কষ্ট পাচ্ছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ আর ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার।
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রিতে, শীতের তীব্রতা কমেনি
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ ৮ থেকে বেড়ে ১২ ডিগ্রিতে উঠে এসেছে। তবে, তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সমগ্র এলাকা।
গত তিনদিন জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শুক্রবার শৈতপ্রবাহ কেটে গেছে। শৈতপ্রবাহ না থাকলেও জেলার উপর দিয়ে উত্তরের হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢাকা রয়েছে সমগ্র এলাকা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে যায়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত টানা ৩ দিন পঞ্চগড়ে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শুক্রবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সকাল ৯ টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । এতে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটে গেছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings