অফিসে মুসলমান নারী কর্মীদের হিজাব ও টাকনুর নিচে এবং পুরুষ কর্মীদের টাকনুর ওপর কাপড় পরার নির্দেশনা দিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।
বুধবার (২৮ অক্টোবর) জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন মোবাইল সাইলেন্ট/ বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings