আর কয়েকদিন পরেই বদলে যাচ্ছে ফেসবুক, বাধ্যতামূলক নতুন ডিজাইন -বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের মাঝে আসছে নতুন আঙ্গিকে। সবাই চাই একটু নতুনত্বের স্বাদ নিতে বা দিতে। তেমন ফেসবুক তার ব্যবহারকারীদের কেও নতুনত্বের স্বাদ দিতে চাইছে। পুরানো ডিজাইন থেকে সম্পূর্ণ নতুন ডিজাইনে আসছে যোগাযোগ মাধ্যম ফেসবুক। ক্লাসিক ডিজাইন বাদ দিয়ে ডেস্কটপের জন্য নিয়ে আসছে নতুন ডিজাইন।এখন থেকে কেউ ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে লগ ইন করলে ফেসবুক থেকে একটি নোটিফিকেশন আসছে আপডেট করে নেওয়ার জন্য। সেপ্টেম্বর থেকেই ক্লাসিক ফেসবুক বাদ দিবে এমন বার্তা দিচ্ছে ফেসবুক। তার মানে সেপ্টেম্বর থেকেই সব ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারী নতুন সংস্করণের ফেসবুক ব্যবহার করবেন।একটি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী ফেসবুকের নতুন সংস্করণ ব্যবহার করতে পারছেন।
এই নতুন সংস্করণে টেক্সটগুলো আগের থেকে আরও বড় ও পরিষ্কার দেখাচ্ছে। সেখানে দুই ধরনের মুড রাখা হয়েছে। লাইট মুডের পাশাপাশি ডার্ক মুডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।পপ-আপের একটি নোটিফিকেশনে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ক্লাসিক সংস্করণকে বিদায় দিচ্ছে তারা। নতুন সংস্করণে ফেসবুক দ্রুত লোড হবে বলেও জানাচ্ছে তারা। এছাড়া ডার্ক মুড ব্যবহারের একটি সুযোগ থাকবে, যার ফলে ব্যবহারকারীর চোখের ওপর চাপ কম পড়বে।প্রযুক্তিবিষয়ক কিছু ওয়েবসাইটগুলো বলছে, ইতিমধ্যে ফেসবুকের মোবাইল সংস্করণের মধ্যে ডার্ক মুড অপশন চালু আছে।
কিন্তু এখন থেকে ডেস্কটপ সংস্করণের ব্যবহারকারীরা চাইলেও নোটিফিকেশন আইকনের পাশে থাকা অপশন থেকে ডার্ক মুড চালু করে নিতে পারবেন।এছাড়া যারা এখনো ফেসবুকের নতুন সংস্করণ পছন্দ করছেন না, তারা অপশনে গিয়ে পুরনো সংস্করণ ব্যবহার করতে পারার একটা সুযোগ পাচ্ছেন। তবে এ সুযোগ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, কারণ সেপ্টেম্বর থেকে পুরাপুরি বিদায় নেবে ক্ল্যাসিক সংস্করণ।
এরপর সবাইকেই নতুন সংস্করণ ব্যবহার করতে হবে।তবে এই সংস্করণ আরো কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া নেয়া হবে বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings