আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘আইএমএফের সঙ্গে স্ট্যাফ লেভেল চুক্তি হয়ে গেছে। এর আওতায় তারা দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি এবং ওপেক তহবিল থেকে।’
এর আগে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, রেমিট্যান্স এবং রপ্তানিও ইতিবাচক প্রবাহে রয়েছে। এসব বিবেচনায় মার্কিন ডলারের বিনিময় হার এখন থেকে বাজার নির্ধারণ করবে।
তবে বিনিময় হার বাজারভিত্তিক হলেও ডলারের দাম বাড়বে না বলে আশা প্রকাশ করেন গভর্নর। ‘মুদ্রার দাম এখনকার দরের কাছাকাছিই থাকবে। বাজারভিত্তিক করার মানে এই নয় যে কেউ যেকোনো দরে কিনবে। বাজারে যে গড় হার রয়েছে, তা বজায় থাকবে।’
এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাজারভিত্তিক বিনিময় হার চালুর জন্য বাংলাদেশকে চাপ দিয়ে আসছিল। সেই শর্ত পূরণ না করায় ঋণের একটি কিস্তি আটকে রেখেছিল সংস্থাটি। স্ট্যাফ লেভেল সমঝোতার মধ্য দিয়ে সেই জট কাটল।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings