ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ!
ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয় (এইচএইচএস)।
সোমবার এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, “ইহুদিবিদ্বেষ এবং জাতিগত বৈষম্য মোকাবেলায় হার্ভার্ডের ধারাবাহিক ব্যর্থতার কারণে বহু বছরের এই বহুমুখী অনুদান বাতিল করা হয়েছে।”
গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ প্রায় ৩০০ কোটি ডলারের ফেডারেল অনুদান ও চুক্তি জব্দ অথবা বাতিল করেছে বলে জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় জাতিগত পরিচয়কে গুরুত্ব দিয়ে আসছে এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ইহুদি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।
রয়টার্সের মন্তব্যের অনুরোধে বিশ্ববিদ্যালয়টি তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে পূর্বে এক বিবৃতিতে জানিয়েছিল, স্থগিত বা বাতিল হওয়া অনুদানগুলো প্রতিষ্ঠানটির পক্ষে এককভাবে বহন করা সম্ভব নয় এবং গবেষকদের সহায়তায় বিকল্প তহবিল খুঁজতে কাজ চলছে।
হার্ভার্ড প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
রয়টার্স জানিয়েছে, হার্ভার্ড ছাড়াও নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ও কথিত ইহুদিবিদ্বেষের অভিযোগে ট্রাম্প প্রশাসনের নজরে রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক পক্ষপাতের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের গবেষণা তহবিল ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছেন তিনি। তার দাবি, বিশ্ববিদ্যালয়গুলো চরম বামপন্থী, মার্ক্সবাদী ও মার্কিন-বিরোধী চিন্তাধারায় প্রভাবিত হয়ে পড়েছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings