in

ইসরায়েলি হামলায় গাজায় ৪৪, লেবাননে ৩১ জন নিহত

TOPSHOT - Palestinians evacuate the area following an Israeli airstrike on the Sousi mosque in Gaza City on October 9, 2023. Israel continued to battle Hamas fighters on October 9 and massed tens of thousands of troops and heavy armour around the Gaza Strip after vowing a massive blow over the Palestinian militants' surprise attack. (Photo by Mahmud HAMS / AFP) (Photo by MAHMUD HAMS/AFP via Getty Images)

ইসরায়েলি হামলায় শনিবার গাজায় কমপক্ষে ৪৪ এবং লেবাননে ৩১ জন নিহত হয়েছে। যার মধ্যে ছয় লেবাননি উদ্ধারকর্মী এবং দুই ফিলিস্তিনি সাংবাদিক রয়েছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ৮১ জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে। আহত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৬৫ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এদিকে লেবাননেও ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে।   

দাহিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামালার পর তীব্র কটূ গন্ধ ছড়িয়ে পড়েছে, যা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর জন্য উদ্ধার কাজ করা কঠিন করে এবং বিপজ্জনক করে তুলেছে।  

ইসরাইল কেবল বৈরুতে নয় অন্যান্য এলাকায়ও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। লেবাননের রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে এবং লেবানন ও ইসরায়েলের সীমান্তের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিক উপকূলীয় শহর টায়রে একাধিক বিমান হামলা করা হয়েছে।   

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ হাজার ১৩৬ জন নিহত এবং ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএম

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

What do you think?

Written by Sultana

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

গাজা-লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ চান সৌদি যুবরাজ

ট্রাম্পের জয়ে আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত ইলন মাস্কের মেয়ের