মধ্যপ্রাচ্যের উদিয়মান শক্তির দেশ ইরানের বন্দর আব্বাস বন্দরে নোঙর করেছে পাকিস্তানের একটি নৌবহর। বহরে রয়েছে পাক নৌবাহিনীর দু’টি জাহাজ। বন্দরটিতে বহরটি তিন দিন অবস্থান করবে।
তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানি নৌবহরের এ সফর। বন্দরে ভেড়ার পরে পাকিস্তানি নৌবহরকে স্বাগত জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা।
ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রেজা শিবানি বলেছেন, পাকিস্তানি জাহাজ বহর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে। কিন্তু গত বছর করোনাভাইরাসের মহামারির কারণে নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়নি।
শিবানি আরো বলেন, পাকিস্তানের নৌবহরের সঙ্গে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও মতবিনিময় হবে।
তিন দিন অবস্থানের পর এসব পাকিস্তানি জাহাজকে বিশেষ মহড়ার মাধ্যমে বিদায় জানাবে ইরানি নৌবাহিনী।
GIPHY App Key not set. Please check settings