পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার ফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সেইসঙ্গে ইমরান খানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান যুবরাজ। আর ইমরান খান সৌদির নেওয়া সবুজ মধ্যপ্রাচ্যের উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি লিখেছেন বলে জানান। খবর দ্য ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবরে বলা হয়েছে— সৌদি যুবরাজ ফোন করে ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। ইমরান খানও সৌদি যুবরাজের মঙ্গল কামনা করেন, যিনি সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ইমরান খান তার চিঠিতে লিখেছেন— আপনারা এই মহামারি থেকে নিরাপদ আছেন জেনে আমি খুবই আনন্দিত। এ ছাড়া আপনারা যে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন তা খুবই সময়োচিত উদ্যোগ, যা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি লেখেন, টেকসই উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। এ সময় ইমরান দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করেন।
GIPHY App Key not set. Please check settings