৮ মার্চ চেন্নাইয়ের রোয়াপেট্টায় ওয়াইএমসিএ মাঠে রমজান মাস উপলক্ষে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন তামিল সুপারস্টার থালাপথি বিজয়। যা তার ভক্তদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে। ১০ বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু তার, কিন্তু কেরিয়ারের মধ্যগগনে আচমকাই তিনি রাজনীতিতে পা দিয়ে বসেন নায়ক।
গতবছরই নিজের দলের নাম ঘোষণা করেছেন অভিনেতা, স্পষ্ট জানিয়েছেন ২০২৬ সালের আগে তার দল কোনও নির্বাচনে অংশ নেবেন না। আর রাজনীতির জন্যে কয়েক বছর অভিনয়েও বিরতি নেবেন তিনি। কিন্তু রাজনীতিতে নেমেই বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক। হ্যাঁ, গত শুক্রবার (৮ মার্চ) মুসলমানদের জন্যেই বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন বিজয়। তাতেই বিপত্তি!
তামিলনাড়ুর সুন্নাত জামাত অভিনেতা তথা তামিলাগা ভেত্রী কাজগম প্রধান থালাপথি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তথ্য অনুযায়ী, তামিলনাড়ু সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কাউস অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার দাবি, অভিনেতার আয়োজিত ইফতার সমাবেশটি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিকে অসম্মান করেছে। কারণ অনুষ্ঠানটি দুর্বলভাবে সংগঠিত হয়েছিল ও ইফতারের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছিল।
এমনকী বিনা রোজায় এবং ইফতারের ধর্মীয় তাৎপর্যের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিরাও সমাবেশে অংশ নিয়েছিলেন, মদ্যপ ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যা মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও খুব খারাপ ছিল। বিজয়ের বিদেশী নিরাপত্তারক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে অসম্মানজনক এবং ‘গরু’র মতো আচরণ করেছিলেন।
এতকিছু অভিযোগ নিয়ে সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ থালাপথি বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেতা। প্রসঙ্গত, ৮ মার্চ, পবিত্র রমজান মাসে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন দক্ষিণী সুপারস্টার। মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী, অভিনেতাকে সম্পূর্ণ সাদা পোশাকে এবং সাদা টুপি পরে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এমনকি, সন্ধ্যায় তাকে নামাজে অংশ নিতেও দেখা যায়।
মুহূর্তেই বিজয়ের ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। খবর অনুযায়ী, বিজয় সেদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতিনীতি অনুসারে নামাজ পড়েছিলেন। তার আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্থানীয় ১৫টি মসজিদের ইমাম অংশগ্রহণ করেছিলেন। মোট ৩,০০০ অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা করা হয়েছিল।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings