অশালীন কনটেন্টের অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে টিকটক বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের আদালত। দেশটির হাইকোর্ট বৃহস্পতিবার (১১ মার্চ) সরকারকে এমন নির্দেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, টিকটক বন্ধের জন্য আদালতে ব্যক্তিগত অভিযোগ পাওয়ার পর, তার শুনানিতে পেশোয়ার হাইকোর্ট ‘পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে (পিটিএ) এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পিটিএ’র আইনজীবী জেহানজেব মেহসুদ।
টিকটক সংক্রান্ত ওই মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধানসহ সংস্থাটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। কর্তৃপক্ষ আদালতের এই আদেশ মেনে চলবে বলে জানিয়েছেন পিটিএ’র আইনজীবী জেহানজেব মেহসুদ।
রায়ের পর পাকিস্তানে টিকটকের এক প্রতিনিধি জানিয়েছেন, অনুপযুক্ত কনটেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিলো। তারপরও আদালত পাকিস্তানে এই অ্যাপ বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান গত অক্টোবরেও চীনা মালিকাধীন অ্যাপটি তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। কিন্তু টিকটক কর্তৃপক্ষ তাদের প্লাটফর্ম থেকে ‘অশ্লীলতা ও অনৈতিক’ কনটেন্ট সংক্রান্ত সব অ্যকাউন্ট বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পর ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
GIPHY App Key not set. Please check settings