মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের ‘ফাইন্ড মাই’ নেটওয়ার্কের পরিধি বাড়াচ্ছে। এর ফলে তৃতীয় পক্ষের ডিভাইসেও সেবা দেবে প্রতিষ্ঠানটি। এতদিন অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক ব্যবহার করে শুধু অ্যাপল ডিভাইস খোঁজা গেলেও এখন খুঁজে বের করা যাবে অন্যান্য কয়েকটি প্রযুক্তি পণ্যও। এরকম প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে বেলকিনের সাউন্ডফর্ম ইয়ারবাডস এবং চিপোলো ওয়ান স্পট আইটেম ট্র্যাকার। আগামী সপ্তাহেই বাজারে আসছে পণ্য দুটি। আসার পর ক্রেতাদের চোখে পড়বে পণ্যের গায়ে লাগানো ‘ওয়ার্কস উইথ অ্যাপল ফাইন্ড মাই’ ব্যাজ। অ্যাপের ‘আইটেমস’ ট্যাব থেকে নতুন ডিভাইস যোগ করে নেওয়া যাবে। ফাইন্ড মাইয়ের মাধ্যমে কোনো কিছু খোঁজার সময় অ্যাপের ম্যাপ ইন্টার ফেসে তা দেখা যাবে। চাইলে ডিভাইসে আওয়াজ বাজিয়েও খুঁজে নেওয়া যাবে। এ ছাড়াও ‘লস্ট মোড’ ব্যবহার করে অ্যাপল আইডি দিয়ে ডিভাইস লক করে নেওয়া যাবে, এতে করে অন্য কেউ কোনো আইডি দিয়ে ডিভাইসটি চালাতে পারবে না। গত বছরের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে প্রথমবারের মতো ফাইন্ড মাইয়ের পরিধি বাড়ানোর কথা জানায় অ্যাপল। এরপর আর এ নিয়ে কোনো কিছু বলেনি প্রতিষ্ঠানটি।
GIPHY App Key not set. Please check settings