জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম আফসানা করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, আফসানা রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় অটোরিকশা তাকে ধাক্কা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ তাকে মৃত ঘোষণা করেন।
দায়িত্বরত চিকিৎসক সাব্বির বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সঙ্গে সঙ্গে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।
ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোনো ইনজুরি পাইনি। তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত এ আঘাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসে বেপরোয়া যান চলাচল ও প্রশাসনের অবহেলাকে দুষছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ৫৩ ব্যাচে শিক্ষার্থীরা জড়ো হয়ে আফসানা হত্যার বিচার চেয়েছেন। তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনোভাবেই প্রশাসন দায় এড়াতে পারে না। পরবর্তীতে ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ডেকেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে পরিমাণ অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ অটোরিকশা চলছে বলে জানান শিক্ষার্থীরা। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার আব্দুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings