করোনাভাইরাসের কারনে পুরো বিশ্বে এক্ষণ এক কঠিন পরিস্থিতির মুখমুখি। তারপর ও মানুষ আশায় বাঁচে।
একি সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত ৭ লাখ ছাড়িয়েছে করোনাভাইরাসে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪ হাজার ৩৬৫ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৩৭৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৮০২ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে প্রথম স্থানে অবস্থান করছে আমেরিকা। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ১৮ হাজার ৪২০ জন। আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ জন।
এছাড়া ২৮ লাখ ৮ হাজার ৭৬ জন আক্রান্তের সংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৬ হাজার ৯৬ জন।
আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের অবস্থান ১৬তম। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৩৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings