in

পদার্থবিজ্ঞান প্রশ্ন উত্তর কুইজ।

পদার্থবিজ্ঞান নিয়ে যাদের ভিতি আছে আশা করি কুইজটিতে অংশগ্রহণ করলে অনেকটা সহজ হয়ে যাবে।

  • Question of

    পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ

    • বেগ বাড়ানোর জন্য
    • ক্লান্তি এড়ানোর জন্য
    • শরীরকে স্তির রাখার জন্য
    • পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
    • কোনটিই নয়
  • Question of

    পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ

    • পাহাড়ি ভূমি ও সিঁড়ি শক্ত বলে
    • অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
    • আনুভূমিক সরণ কম হওয়ায়
    • উপরোক্ত কারণগুলোর কোনোটিই সত্য নয়
  • Question of

    ক্ষমতার একক-ক্ষমতার একক

    • ক্যালরি
    • আর্গ
    • ওয়াট
    • জুল
  • Question of

    হর্স পাওয়ার কি? 1. ক. কাজ পরিমাপের একক

    • শক্তি পরিমাপের একক
    • চাপ পরিমাপের একক
    • ক্ষমতা পরিমাপের একক
    • কাজ পরিমাপের একক
  • Question of

    ১ অশ্ব শক্তি (H.P) = কত?

    • ১০০০ ওয়াট
    • ৭৬৪ ওয়াট
    • ৭৪৬ ওয়াট
    • ৬৭৪ ওয়াট
  • Question of

    এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য?

    • ১.৪৩১ KW
    • ১.৫ KW
    • ০.৭৪৬ KW
    • ১.৭৪৬ KW
  • Question of

    কাজ করার সামর্থ্যকে বলে

    • ক্ষমতা
    • কাজ
    • শক্তি
    • বল
  • Question of

    শক্তির একক কোনটি?

    • জুল
    • নিউটন
    • কেজি
    • ওয়াট
  • Question of

    যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?

    • তড়িৎ শক্তি
    • আলোক শক্তি
    • যান্ত্রিক শক্তি
    • শব্দ শক্তি
  • Question of

    নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?

    • ঘর্ষণ শক্তি
    • গতি শক্তি
    • স্থিতি শক্তি
    • যান্ত্রিক শক্তি
  • Question of

    তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?

    • এ্যামপ্লিফায়ার
    • জেনারেটর
    • লাউড স্পীকার
    • মাইক্রোফোন
  • Question of

    বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

    • তাপ শক্তিতে
    • রাসায়নিক শক্তিতে
    • শব্দ শক্তিতে
    • আলোক শক্তিতে
  • Question of

    ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপনন্ হয়?

    • বিদ্যুৎ
    • তাপ
    • শব্দ
    • চুম্বক
  • Question of

    সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?

    • পেট্রোল ইঞ্জিন
    • ডিজেল ইঞ্জিন
    • বৈদ্যুতিক ইঞ্জিন
    • গ্যাস ইঞ্জিন
  • Question of

    কোনটি বেশি স্থিতিস্থাপক?

    • ইস্পাত
    • রাবার
    • কাঁচ
    • পানি
  • Question of

    সবচেয়ে বেশি elastic কোনটি?

    • ইস্পাত
    • পিতল
    • তামা
    • দস্তা
  • Question of

    কোন বস্তুটির স্থিতিস্থাকতা বেশি?

    • রাবার
    • এলুমিনিয়াম
    • লৌহ
    • তামা
  • Question of

    কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?

    • লোহা
    • তামা
    • রাবার
    • এলুমিনিয়াম
  • Question of

    গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ

    • রাবার শক্ত ও স্থিতিস্থাপক
    • রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
    • রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
    • রাস্তা ও টায়ারের মধ্য ঘর্ষণ কম হয়
  • Question of

    Rubber is notable for its……….

    • lightness
    • heaviness
    • elasticity
    • viscosity
  • Question of

    কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে

    • বেশি
    • সমান
    • কম
    • দ্বিগুণ
  • Question of

    অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?

    • বস্তু ভাসবে
    • নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
    • বস্তু ডুবে যাবে
    • কোনোটিই নয়
  • Question of

    জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো

    • গ্যালিরওর সূত্র
    • নিউটনের সূত্র
    • আর্কিমিডিসের সূত্র
    • মার্কিনির সূত্র
  • Question of

    অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে

    • প্লিমসল লাইন
    • রেড লাইন
    • এলওসি
    • হট লাইন
  • Question of

    লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা

    • হাল্কা
    • ভারি
    • সমান ওজনের
    • কোনটি নয়
  • Question of

    কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ

    • বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
    • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
    • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
    • বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
  • Question of

    কোথায় সাঁতার কাটা সহজ?

    • পুকুরে
    • বিলে
    • নদীতে
    • সাগরে
  • Question of

    নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?

    • সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
    • সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা কম
    • সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
    • কোনটিই নয়
  • Question of

    সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ

    • পানির ঘনত্ব কম বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়
    • পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
    • পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
    • পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়
  • Question of

    বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির

    • ঘনত্ব কম
    • ঘনত্ব বেশি
    • তাপমাত্রা বেশি
    • দ্রবণীয়তা বেশি
  • Question of

    পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়

    • সান্দ্রতা
    • স্থিতিস্থাপকতা
    • প্লবতা
    • পৃষ্ঠটান
  • Question of

    বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ

    • ফোঁটার কৈশিক টান
    • ফোঁটার তলীয় টান
    • বৃষ্টির ফোঁটার গতিবেগ
    • ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ
  • Question of

    তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান

    • হ্রাস পায়
    • বৃদ্ধি পায়
    • অপরিবর্তিত থাকে
    • হ্রাস পায় আবার বৃদ্ধি পায়
  • Question of

    নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?

    • পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
    • পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
    • সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
    • পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না
  • Question of

    কুপি থেকে সলিতায় তেল আসে

    • তলীয় টানের জন্য
    • বায়ু চাপের জন্য
    • কৈশিক চাপের জন্য
  • Question of

    কোনটি চৌম্বক পদার্থ?

    • পারদ
    • বিসমাথ
    • এলুমিনিয়াম
    • কোবাল্ট
  • Question of

    ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?

    • বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
    • মেমোরী চিপ হিসেবে
    • চৌম্বক ক্ষেত্র হিসেবে
    • কার্বন ক্ষেত্র হিসেবে
  • Question of

    টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

    • স্থায়ী চুম্বক
    • অস্থায়ী চুম্বক
    • সংকর চুম্বক
    • এলনিকো
  • Question of

    টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?

    • সিরামিক চুম্বক
    • অস্থায়ী চুম্বক
    • সংকর চুম্বক
    • এলনিকো
  • Question of

    ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?

    • MnO2
    • CrO2
    • Na2(SO2)3
    • CuSO4
  • Question of

    কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ

    • বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
    • বিদ্যুৎ প্রবাহে নরম লোহা ধীরে চুম্বকে পরিণত হয়
    • বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে নরম লোহার চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পায়
    • উপরের সবগুলোই সত্য
  • Question of

    পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে

    • উত্তর দিকে
    • উত্তর দিক্ষণ মেরু বরাবর
    • কেন্দ্রস্থলে
    • দক্ষিণ দিকে
  • Question of

    শব্দ উৎপত্তির কারণ

    • বস্তুর কম্পন
    • বস্তুর তাপমাত্রা
    • প্রতিধ্বনি
    • শব্দ তরঙ্গ
  • Question of

    মানবদেহে শব্দ উৎপন্ন করে

    • জিহ্বা
    • ঠোট
    • মুখ
    • স্বরযন্ত্র
  • Question of

    কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?

    • সেকেন্ড
    • হার্টস
    • মিটার
    • মিটার/সেঃ
  • Question of

    যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?

    • তৎক্ষনাৎ
    • সেকেন্ডে
    • ৬০ মিনিটে
    • কখনও শুনা যাবে না
  • Question of

    চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

    • চাঁদে কোন জীবন নেই তাই
    • চাঁদে কোন পানি নেই তাই
    • চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
    • চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
  • Question of

    শব্দের গতি ঘন্টায়

    • ৭৫৭ মাইল
    • ১১৫৭ মাইল
    • ২০৫৭ মাইল
    • ৩৮৫৭ মাইল
  • Question of

    শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?/শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভাল বাহক?

    • শূন্য মাধ্যমে
    • তরল মাধ্যমে
    • কঠিন মাধ্যমে
    • বায়বীয় মাধ্যমে
  • Question of

    কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে?

    • পানিতে
    • ইস্পাতে
    • বাতাসে
    • বায়ুশূন্য মাধ্যমে

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0
10

লকডাউনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ঈদ জামাত।

10

এই নগরের কিছু পুরাতন দুর্লভ স্থিরচিত্র।