in

কুইজ- সাধারণ জ্ঞান- বিজ্ঞানচর্চা।

  • Question of

    এক নিউটন সমান

    • ১০৩ ডাইন
    • ১০৪ ডাইন
    • ১০৫ ডাইন
    • ১০৬ ডাইন
  • Question of

    একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ (a) কে প্রকাশ করা হয় 1

    • F=a/m 2
    • F=ma 3
    • a=Fm 4
    • কোনটিই সত্য নয়
  • Question of

    1kg force is equal to

    • ১.০২N
    • No
    • ৯.৮N
    • ১২N
  • Question of

    পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-

    • ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
    • সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
    • পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
    • পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
  • Question of

    নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?

    • যথাযথভাবে হাল ঘুরায়ে
    • নদী স্রোত এর সুকেওশল ব্যবহারে
    • পাল ব্যবহার করে
    • গুনটানার সময়ে টানটি সামনের দিকে রেখে
  • Question of

    একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে

    • নিউটনের প্রথম সূত্র
    • নিউটনের দ্বিতীয় সূত্র
    • নিউটনের তৃতীয় সূত্র
    • নিউটনের মহাকর্ষীর
  • Question of

    মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল

    • গতির প্রথম সূত্র
    • গতির দ্বিতয়ি সূত্র
    • গতির তৃতীয় সূত্র
    • ভরবেগের নিত্যতার সূত্র
  • Question of

    ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে?

    • বাষ্পীয় ইঞ্জিন
    • অন্তর্দহন ইঞ্জিন
    • স্টারলিং ইঞ্জিন
    • রকেট ইঞ্জিন
  • Question of

    জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?

    • টারবাইন
    • রোটারী
    • মোটর
    • রি-অ্যাকশন
  • Question of

    A rocket flying to the moon does not need wings because

    • it has no engine
    • space is airless
    • it has no fuel
    • space has too much dust
  • Question of

    একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?

    • ভারীটির
    • হালকাটির
    • গতিবেগ সমান
    • ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
  • Question of

    বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার

    • স্থিতিশক্তি দ্বিগুণ হয়
    • ভরবেগ দ্বিগুণ হয়
    • ত্বরণ দ্বিগুণ হয়
    • শক্তি দ্বিগুণ হয়
  • Question of

    লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত

    • যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
    • ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
    • ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
    • উপরের সবগুলোই সত্য
  • Question of

    টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?

    • বায়ুর ঘর্ষণজনিত বাধা
    • বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
    • বায়ুতে বলটির ঘূর্ণন গতি
    • খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া
  • Question of

    ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?

    • ডিম খুব শক্ত আবরণীযুক্ত
    • ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
    • ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
    • ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে
  • Question of

    কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে

    • নক্ষত্রের মাধ্যকর্ষণজনিত আকর্ষণের জন্য
    • গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
    • গ্রহের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য
    • কোনোটিই নয়
  • Question of

    পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে, তাকে কি বলে?

    • অভিকর্ষ
    • মহাকর্ষ
    • আকর্ষণ
    • বিকর্ষণ
  • Question of

    অভিকর্ষ হলো বস্তুর উপর

    • ঊর্ধ্বমুখী বল
    • কেন্দ্রমুখী বল
    • নিম্নমুখী বল
    • সবগুলো
  • Question of

    বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?

    • বার্ষিক গতির জন্য
    • আহ্নিক গতির গতির জন্য
    • অক্সিজেনের প্রাধান্যের জন্য
    • পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
  • Question of

    মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?

    • কেপলার
    • আর্কিমিডিস
    • গ্যালিলিও
    • নিউটন
  • Question of

    অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর পরিবর্তন ঘটে

    • উচ্চতর ক্রিয়ায়
    • অক্ষাংশ ক্রিয়ায়
    • পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
    • সবগুলি
  • Question of

    পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?

    • ৯.৮ m/sec2
    • ৯৮ m/sec2
    • ০.৯৮ m/sec2
    • None
  • Question of

    মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

    • ভূ-কেন্দ্র
    • ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে
    • ভূ-পৃষ্ঠে
    • ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট উচুতে
  • Question of

    কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রর দিকে আকর্ষিত হয়, তাকে বলে বস্তুটির-

    • ভর
    • শক্তি
    • মাধ্যাকর্ষণ বল
    • ওজন
  • Question of

    ওজনের একক কোনটি?

    • গ্রাম
    • কিলোগ্রাম
    • পাউন্ড
    • নিউটন
  • Question of

    পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?

    • ভূ-পৃষ্ঠে
    • মেরু অঞ্চলে
    • নিরক্ষীয় অঞ্চল
    • পৃথিবীর কেন্দ্রে
  • Question of

    কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

    • খনির ভেতর
    • পাহাড়ের উপর
    • মেরু অঞ্চলে
    • বিষুব অঞ্চলে
  • Question of

    যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন

    • কমে
    • বাড়ে
    • অর্ধেক হয়
    • একই থাকে
  • Question of

    ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?

    • বাড়ে
    • কমে
    • একই থাকে
    • শূন্য হয়ে যায়
  • Question of

    চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন

    • থাকবেই না
    • ঠিকই থাকবে
    • বাড়বে
    • কমবে
  • Question of

    চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?

    • ১/৩
    • ১/৪
    • ১/৬
    • ১/১০
  • Question of

    যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন

    • g/২গুণ বৃদ্ধি পাবে
    • g গুণ বৃদ্ধি পাবে
    • ২g গুণ কমবে
    • ২g গুণ বৃদ্ধি পাবে
  • Question of

    পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন

    • ৯.৮ N
    • ৯৮ N
    • ৯৮০ N
    • ০ N
  • Question of

    কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন

    • ৯৩.৮ নিউটন
    • ৯৮ নিউটন
    • ১০ নিউটন
    • ১০০ নিউটন
  • Question of

    পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?

    • ৫ কিলোগ্রাম
    • ৮ কিলোগ্রাম
    • ৪৯ কিলোগ্রাম
    • কোনো ভার থাকবে না
  • Question of

    পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?

    • ৫ কিলোগ্রাম
    • ৮ কিলোগ্রাম
    • ৪৯ কিলোগ্রাম
    • কোনো ভার থাকবে না
  • Question of

    লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?

    • লিফটটি যখন সমবেগে ওপরের দিকে উঠে
    • লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
    • লিফটটি যখন g ত্বরণে উপরে উঠে
    • লিফটটি যখন g ত্বরণে নিচে নামে
  • Question of

    লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন

    • কমে যায়
    • বেড়ে যায়
    • স্বাভাবিক থাকে
  • Question of

    মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?

    • ঐ দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
    • মহাশূন্যচারী ‘g’-এর মানের সমান ত্বরিত হয়
    • মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
    • মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
  • Question of

    গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি

    • একটি
    • দুইটি
    • তিনটি
    • চারটি
  • Question of

    পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?

    • নীলস বোর
    • গ্যালিলিও
    • রমন
    • ডারউইন
  • Question of

    শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?

    • পালক
    • পাথর
    • কাঠ
    • সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
  • Question of

    পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল

    • কমে যায়
    • বেশি হয়
    • অপরিবর্তিত থাকে
    • কোনটিই নয়
  • Question of

    দোলকের দোলনকাল নির্ভর করে—- উপরে।

    • দোলকের দৈর্ঘের উপরে
    • মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
    • দোলকপিন্ডের ভরের
    • দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
  • Question of

    সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল

    • বাড়বে
    • কমবে
    • কোন পরিবর্তন হবে না
    • দোলক স্থির হয়ে যাবে
  • Question of

    দোলক ঘড়ি দ্রুত চলে

    • গ্রীষ্মকালে
    • শরৎকালে
    • হেমন্তকালে
    • শীতকালে
  • Question of

    একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি

    • ফাস্ট হবে
    • ঠিক সময় দিবে
    • স্লো হবে
    • কোন রকম প্রভাবিত হবেনা
  • Question of

    একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

    • শূন্য
    • অসীম
    • ভূ-পৃষ্ঠের সমান
    • ভূ-পৃষ্ঠ থেকে কম
  • Question of

    কাজের একক কি?/What is the unit of work?

    • Newton
    • Joule
    • Watt
    • Pascal
  • Question of

    Joule কি?

    • কাজের একক
    • বলের একক
    • ক্ষমতার একক
    • শক্তির একক

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

সব সময় সত্যি কথা বলা ঠিক না।

বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন