in

কারক ও বিভক্তি নিয়ে ৫০ টি কুইজ।

  • Question of

    সকলকে মতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মকারকে দ্বিতীয়া
    • অপাদানে দ্বিতীয়া
    • অধিকরণে দ্বিতীয়া
  • Question of

    ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় ১মা
    • কর্তায় ২য়া
    • কর্তায় ৭মী
    • কর্মে ২য়া
  • Question of

    পাগলে কিনা বলে’ বাক্যে পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় ষষ্ঠী
    • কর্তায় ২য়া
    • কর্তায় ৭মী
    • কর্তায় শুন্য
  • Question of

    দশে মিলে করি কাজ- বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে ২য়া
    • সম্প্রদান কারকে ৭মী
    • কর্তৃকারকে ৭মী
    • কর্তৃকারকে ৪র্থী
  • Question of

    জল পড়ে, পাতা নড়ে’- এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?

    • কর্তায় প্রথমা
    • কর্তায় সপ্তমী
    • কর্তায় চতুর্থী
    • কর্তায় তৃতীয়া
  • Question of

    জল পড়ে, পাতা নড়ে’- জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় শূন্য
    • অপাদানে শূন্য
    • কর্মে শূন্য
    • করণে শূন্য
  • Question of

    তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মে দ্বিতীয়া
    • করণে দ্বিতীয়া
    • অধিকরণে দ্বিতীয়া
  • Question of

    মানুষে ভাবে এক, হয় আর এক’- বাক্যে মানুষে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে সপ্তমী
    • কর্মকারকে সপ্তমী
    • অপাদান কারকে সপ্তমী
    • অধিকরণ কারকে সপ্তমী
  • Question of

    কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

    • ছাগলে কিনা খায়
    • টাকায় টাকা আনে
    • আরেফ বই পড়ে
    • ডাক্তার ডাক
  • Question of

    কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

    • কোদালে মাটি কাটব
    • জাহাজ চট্টগ্রাম ছাড়ল
    • সাপের হাসি বেদেয় চেনে
    • আমারে তুমি রক্ষা করো
  • Question of

    কারক’ (কৃ+ণক) শব্দটির অর্থ?

    • যা পদকে সম্পাদন করে
    • যা সমাস সম্পাদন করে
    • যা ক্রিয়া সম্পাদন করে
    • যা পদ ও সমাসকে সম্পাদন করে
  • Question of

    বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে

    • বিশেষণ পদের
    • অব্যয় পদের
    • নাম পদের
    • ক্রিয়া বিশেষণ পদের
  • Question of

    বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

    • কারক
    • বিভক্তি
    • সমাস
    • সম্বন্ধ পদ
  • Question of

    ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?

    • সমাস
    • কারক
    • সন্ধি
    • বিশেষণ
  • Question of

    কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

    • কারক
    • সন্ধি
    • প্রকৃতি
    • সমাস
  • Question of

    বিভক্তি প্রধানত কত প্রকার?

    • ২ প্রকার
    • ৩ প্রকার
    • ৫ প্রকার
    • ৪ প্রকার
  • Question of

    বিভক্তি কত প্রকার?

    • ১ প্রকার
    • ২ প্রকার
    • ৭ প্রকার
    • ৩ প্রকার
  • Question of

    নিম্নের কোনটি বিভক্তি নয়?

    • দ্বারা
    • থেকে
    • চেয়ে
    • পযন্ত
  • Question of

    বুলবৃলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দের কোন কারকে ও কোন বিভক্তি রয়েছে?

    • Yes
    • No
    • কর্তৃকারকে ৭মী
    • অপাদানে ৭মী
  • Question of

    আমাকে যেতে হবে’-বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মে দ্বিতীয়া
    • করণে দ্বিতীয়া
    • অপাদানে দ্বিতীয়া
  • Question of

    পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মে শূন্য
    • কর্তায় শূন্য
    • অপাদানে পঞ্চমী
    • অধিকরণে ষষ্ঠী
  • Question of

    নগরে রাজা এলো” —‘রাজা’ এর কারক ও বিভক্তি-

    • কর্মে শূন্য
    • কর্তায় শূন্য
    • অপাদানে পঞ্চমী
    • অধিকরণে ষষ্ঠী
  • Question of

    জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’- এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে ৭মী বিভক্তি
    • কর্তৃকারকে ১মা বিভক্তি
    • অধিকরণ কারকে ৭মী বিভক্তি
    • কর্মকারকে ১মা বিভক্তি
  • Question of

    দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে’- এ বাক্যে ‘দেবতার’ পদটি-

    • Yes
    • সম্বন্ধে ষষ্ঠী
    • কর্মে ষষ্ঠী
    • কর্তায় ষষ্ঠী
  • Question of

    কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?

    • অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
    • ঘর ভরেছে অন্ধজনে
    • হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
    • অন্ধজনে দেহ আলো
  • Question of

    আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মে শূন্য
    • কর্তায় শূন্য
    • কর্তায় ষষ্ঠী
    • কর্মে ষষ্ঠী
  • Question of

    ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?

    • ছেলেরা ফুটবল খেলছে
    • মুষলধারে বৃষ্টি পড়ছে
    • বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
    • শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
  • Question of

    যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে

    • কর্তৃকারক
    • সম্প্রদান কারক
    • কারণ কারক
    • কর্মকারক
  • Question of

    ক্রিয়ার বিষয়কে কি বলে?

    • কর্ম
    • পদ
    • সমাস
    • করণ
  • Question of

    এমন মেয়ে আর দেখিনি’- বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় শূন্য
    • কর্মে শূন্য
    • অপাদানে শূন্য
    • অধিকরণে শূন্য
  • Question of

    আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে শূন্য
    • কর্মকারকে শূন্য
    • করণ কারকে শূন্য
    • অপাদান কারকে শূন্য
  • Question of

    জিজ্ঞাসিবে জনে জনে’ বাক্যে জনে জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় সপ্তমী
    • কর্মে সপ্তমী
    • করণে পঞ্চমী
    • অপাদানে সপ্তমী
  • Question of

    প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে প্রিয়জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • অধিকরণে প্রথমা
    • কর্মে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • সম্প্রদানে সপ্তমী
  • Question of

    ছেলেরা ক্রিকেট খেলে- বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মে শূন্য
    • করণে শূন্য
    • অপাদানে শূন্য
    • অধিকরণে শূন্য
  • Question of

    সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

    • কর্মকারকে শূন্য
    • সম্প্রদানে সপ্তমী
    • অধিকরণে শূন্য
    • কর্তৃকারকে শূন্য
  • Question of

    কারক পড়ায় তারক ঠাকুর”- কারক শব্দটি কোন কারক?

    • কর্ম
    • সম্প্রদান
    • কর্তা
    • করণ
  • Question of

    করিমকে রহিম গতকাল মেরেছে’ বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?

    • রহিম
    • করিমকে
    • গতকাল
    • মেরেছে
  • Question of

    ঘোড়া গাড়ি টানে।” এখানে ‘গাড়ি’

    • Yes
    • কর্তৃকারক
    • করণ কারক
    • অপাদান কারক
  • Question of

    রহিম ধোপাকে কাপড় ধুতে দিল”- ধোপাকে ইহা কোন কারক?

    • কর্তৃকারক
    • কর্মকারক
    • সম্প্রদান কারক
    • অপাদান কারক
  • Question of

    শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই”- এখানে ‘ভুঁই’ কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মে ৭মী
    • করণে শূন্য
    • কর্মে শূন্য
    • অধিকারণে শূন্য
  • Question of

    কর্ম কারকের উদাহরণ কোনটি?

    • Yes
    • তোমাকে আজই যেতে হবে
    • বাবাকে বড় ভয় করে
    • তোমাকে অনেক কথা শুনতে হবে
  • Question of

    কপোল ভাসিয়া গেল নয়নের জলে’- বাক্যে কপোল শব্দটি কোন কারকে কোন বিভক্তি

    • কর্মে শূন্য
    • করণে ৩য়া
    • অধিকরণে শূন্য
    • কর্মে ২য়া
  • Question of

    রেখো মা দাসেরে মনে।’ বাক্যে ‘দাসেরে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • Yes
    • কর্মে ২য়া
    • অপাদানে ৩য়া
    • অধিকরণে ২য়া
  • Question of

    খালেদ বই পড়ে- বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • করণে শূন্য
    • অধিকরণে শূন্য
    • কর্মে শূন্য
    • অপাদানে শূন্য
  • Question of

    আরেফ বই পড়ে’ বাক্যে ‘বই’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মকারকে ১মা
    • কর্মকারকে শূন্য
    • অপাদানে ১মা
    • অধিকরণে কারকে ৫মী
  • Question of

    শুক্রবার স্কুল বন্ধ’- বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তায় শূন্য
    • কর্মে শূন্য
    • অপাদানে শূন্য
    • অধিকরণে শূন্য
  • Question of

    আমাদের একটি গল্প বলুন।’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

    • কর্মে ষষ্ঠী
    • কর্মে ২য়া
    • অপাদানে ৫মী
    • সম্প্রদানে ষষ্ঠী
  • Question of

    ডাক্তার ডাক’- ডাক্তার কোন কারকে কোন বিভক্তি?

    • কর্তৃকারকে শূন্য
    • কর্তৃকারকে দ্বিতীয়া
    • কর্মকারকে শূন্য
    • অপাদান কারকে শূন্য
  • Question of

    আমার গানের মালা আমি করব কারে দান’ বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

    • করণে সপ্তমী
    • অপাদানে সপ্তমী
    • কর্মে সপ্তমী
    • কর্তায় সপ্তমী
  • Question of

    কর্তৃকারক কয় প্রকার?

    • এক
    • দুই
    • চার
    • ছয়।

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0
15

আমাদের মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ।

প্রাইমারি প্রস্তুতি-বিপরীত শব্দ- কুইজ-