in

ইতিহাসের ভয়ঙ্কর ১০ মারণ অসুখ

  • Question of

    ১৩৪৬ থেকে ১৩৫৩ সালে কোন মহামারি জাহাজের ইঁদুরের মাধ্যমে ইউরোপ থেকে এশিয়ায় ছড়ায়, যার নাম দেওয়া হয় ‘ব্ল্যাক ডেথ’?

    • বুবোনিক প্লেগ
    • কালা জ্বর
    • জাহাজ বমি
    • কোনটাই না
  • Question of

    ১৯৭৬ সালে আফ্রিকার কঙ্গো দেশে কোন অসুখ প্রথম ধরা পড়ে যা পরবর্তী কালে মহামারির আকার নেয় এবং ‘গে প্লেগ’ হিসেবে পরিচিত হয়?

    • এইডস
    • নিউমোনিয়া
    • কলেরা
    • কোনটাই
  • Question of

    কঙ্গো নদীর একটি উপনদীর নামে এই ভাইরাসের নামকরণ। ১৯৭৬ সালে আফ্রিকার দু’টি জায়গায় রক্তস্রাব ও জ্বরে দু’টি মৃত্যু দিয়ে শুরু। এই মারাত্বক ভাইরাসের নাম কী?

    • এইচ১এন১
    • ইবোলা
    • এইচআইভি
    • কোনটা না
  • Question of

    এডিস মশা মূলত দিনের বেলা কামড়ায়। এই কামড় থেকে কোন ভাইরাল অসুখ হয়, যার উপসর্গ জ্বর, ফুসকুড়ি ও কনজাংটিভাইটিস?

    • আলফা
    • জিকা
    • বিটা
    • কোনটা না
  • Question of

    গ্রীষ্মপ্রধান দেশে এখনও গড়ে বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষ এই অসুখে মারা যান। যকৃৎ ও প্লীহার এই রোগের পোশাকি নাম লেশ্ম্যানিয়াসিস। এর ওষুধের উদ্ভাবক ডাঃ ব্রহ্মচারী। অসুখটির প্রচলিত নাম কী?

    • ক্যান্সার
    • টিবি
    • কালা জ্বর
    • কোনটা না
  • Question of

    ২০০৯ সালে এইচ১এন১ ভাইরাসের এই অসুখ প্রথম মেক্সিকোর মানুষের মধ্যে পাওয়া যায়। অসুখটি কী বলতে পারেন?

    • সোয়াইন ফ্লু
    • বার্ড ফ্লু
    • ইনফ্লুয়েঞ্জা
    • কোনটা না
  • Question of

    ২০০২-০৩ সালের মধ্যে দক্ষিণ চিন থেকে উঠে এসে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তী কালে দেখা যায় এটি চিনের ইউনান প্রদেশ থেকে বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বলতে পারেন কী এই রোগ?

    • এসএআরএস
    • অ্যালফালফা
    • মিউরিন
    • কোনটা না
  • Question of

    ১৯১৮-২০ সালের মধ্যে যে ইনফ্লুয়েঞ্জা ৫০ কোটি মানুষকে সংক্রামিত করে ও ১০ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তার নাম কী?

    • কক্স
    • স্পেনীয় ফ্লু
    • মিনা মাটা
    • কোনটাই না
  • Question of

    ১৯১৬ সালে নিউ ইয়র্কে পোলিয়োর দাপটে ২৭ হাজার মানুষ আক্রান্ত হন। মারা যান ৬ হাজারের ওপর মানুষ। স্বয়ং রাষ্ট্রপতি রুজভেল্ট এই রোগের শিকার হন। কী সেই টীকা যা আবিষ্কার হয় এই রোগের প্রতিষেধক হিসেবে?

    • বুসট্রিক্স
    • সাল্ক
    • অ্যাডা সেল
    • কোনটাই না
  • Question of

    দঃ আমেরিকা, আফ্রিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হার্ট, লিভার, কিডনি। রোগী কোমাতেও চলে যেতে পারেন। হয় মৃত্যুও। কী এই রোগ?

    • ডিপথেরিয়া
    • ইয়েলো ফিভার
    • কলেরা
    • কোনটাই না

Check your answers:

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Sabbir Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

Adit feat. Elita and Mahadi – Harano Akash

ছবি দেখুন নাম বলুন।