in

বাগধারা এবং প্রবাদ-প্রবচন-কুইজ।

  • Question of

    অন্তর টিপুনী’ বাগধারাটির অর্থ কি?

    • বিপদ
    • গভীর
    • গোপন ব্যথা
    • হিংসা
  • Question of

    অন্ধকার দেখা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    • দুর্লভ বস্তু
    • হতবুদ্ধি
    • দৃষ্টি শক্তিহীন
    • স্বার্থে আঘাত লাগা
  • Question of

    অর্ধচন্দ্র’ এর অর্থ

    • গলাধাক্কা দেয়া
    • অমাবস্যা
    • দ্বিতীয়ত
    • কাস্তে
  • Question of

    অর্ধচন্দ্র” কোন সমাস?

    • বহুব্রীহি
    • দ্বন্দ্ব
    • তৎপুরুষ
    • কর্মধারয়
  • Question of

    অর্ধচন্দ্র’ এর অর্থ

    • গলাধাক্কা দেয়া
    • অমাবস্যা
    • দ্বিতীয়ত
    • কাস্তে
  • Question of

    অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?

    • অবিরাম কান্না
    • ছিঁদকাঁদুনে
    • বৃথা চেষ্টা
    • বারংবার চেষ্টা করা
  • Question of

    নিচের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন

    • অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
    • ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
    • সমুদ্রে লোনা পানির ঢেউ উঠেছে
    • বুড়ীর নাতিটা ঠিল অন্ধের যষ্ঠি, সেও মারা গেল
  • Question of

    আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?

    • পাগাল্মি
    • উদ্ভট আচরণ
    • অপদার্থ
    • ন্যাকামি
  • Question of

    আগড়ম বাগড়ম’ বাগধারা অর্থ

    • সুন্দর কথা
    • প্রচুর কথা
    • রাগের কথা
    • অর্থহীন কথা
  • Question of

    আকাশ ভেঙ্গে পড়া’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    • মন্দভাগ্য
    • আশ্চয হওয়া
    • হঠাৎ বিপদ হওয়া
    • কঠিন পরীক্ষা
  • Question of

    বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের

    • আভিধানিক অর্থ প্রকাশ করে
    • বিশেষ অর্থ প্রকাশ করে
    • আক্ষরিক অর্থ প্রকাশ করে
    • অতিরিক্ত অর্থ প্রকাশ করে
  • Question of

    সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-

    • বাগ্বিধি
    • সমার্থক শব্দ
    • ভিন্নার্থক শব্দ
    • বিপরীতার্থক শব্দ
  • Question of

    অকাল কুস্মাণ্ড’ বাগধারাটির অর্থ কোনটি?

    • অকর্মা
    • কর্মবিমুখ
    • বোকা
    • মূর্খ
  • Question of

    বাগধারার অর্থ নির্ণেয় করুন:

    • দুর্লভ বস্তু
    • স্বার্থপর
    • বেহায়া
    • মরা
  • Question of

    অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কি?

    • সহজলভ্য
    • দুর্লভ বস্তু
    • লুকিয়ে থাকা
    • অমাবস্যার রাতে চাঁদ
  • Question of

    দুর্লভ বস্তু’ বাগধারাটির অর্থ কি?

    • আকাশ
    • অমাবস্যার চাঁদ
    • একাদশে বৃহস্পতি
    • অরণ্যে রোদন
  • Question of

    অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?

    • শুরু করা
    • বিশ্রাম করা
    • তাড়াতাড়ি শেষ করা
    • শেষ বিদায়
  • Question of

    অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি?

    • লোভী
    • আলসেমি
    • অপদার্থ
    • প্রচণ্ড গরম
  • Question of

    অকালে বাদলা’ বাগধারার অর্থ কি?

    • অপ্রত্যাশিত বাধা
    • যা সচরাচর ঘটে না
    • পৌষ-মাস মাসের বৃষ্টি
    • নিত্যনৈমিত্তিক বিষয়
  • Question of

    অনুরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-

    • অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
    • অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
    • চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
    • অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
  • Question of

    আকাশ কুসুম’ বাগধারার অর্থ নির্ণয় কর?

    • হতবুদ্ধি
    • সুদূরদর্শী
    • সুন্দর ফুল
    • কোনোটিই নয়
  • Question of

    আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?

    • অলীক ভাবনা
    • অদ্ভুত জিনিস
    • সুন্দর কল্পনা
    • স্বপ্ন
  • Question of

    আকাশ পাতাল’ বাগধারাটির অর্থ কি?

    • বিশৃঙ্খলা
    • শত্রুতা
    • প্রচুর ব্যবধান
    • অবাস্তব
  • Question of

    আষাঢ়ে গল্প’ বলতে কী বোঝায়?

    • আষাঢ় মাসের গল্প
    • বৃষ্টির গল্প
    • গাজাখুরি গল্প
    • শ্রাবণ মাসের গল্প
  • Question of

    আট কপালে’ বাগধারার অর্থ

    • হতভাগ্য
    • ভাগ্যবান
    • সরু কপাল
    • চওড়া কপাল
  • Question of

    কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

    • আট কপালে
    • উড়নচণ্ডী
    • ছা-পোষা
    • ভূশণ্ডির কাক
  • Question of

    আমড়া কাঠের ঢেঁকি’ কে কি বলে?

    • নরম
    • অপদার্থ
    • বোকা
    • অসম্ভব বস্তু
  • Question of

    কুঁড়ে স্বভাব’ কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

    • ঊনপঞ্চাশ বায়ু
    • আঠারো মাসে বছর
    • অকাল কুস্মাণ্ড
    • অল্পবিদ্যা ভয়ঙ্করী
  • Question of

    ইঁদুর কপালে কী?

    • প্রবাদ
    • বাগধারা
    • সমস্তপদ
    • ব্যাসবাক্য
  • Question of

    উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি?

    • বিরাট আয়োজন
    • সহজলভ্য
    • অপদার্থ
    • সামান্য পার্থক্য
  • Question of

    ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ হলো

    • অপদার্থ
    • পাগলামি
    • অপব্যয়ী
    • প্রায় সম্পূর্ণ
  • Question of

    ঊনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ কি?

    • ঘৃণা
    • বিরক্তি
    • বদমেজাজ
    • পাগলামি
  • Question of

    ঊনপাঁজুরে’ শব্দের অর্থ-

    • Yes
    • লোভী
    • কর্মঠ
    • দুর্বল
  • Question of

    কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক-

    • অকাল কুস্মাণ্ড
    • গোবর গণেশ
    • ঊনপাঁজুরে
    • কূপমণ্ডুক
  • Question of

    একাদশে বৃহস্পতি’ কী?

    • প্রবাদ
    • বাগধারা
    • সমস্তপদ
    • ব্যাসবাক্য
  • Question of

    একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?

    • সৌভাগ্যের বিষয়
    • আশার কথা
    • মজা পাওয়া
    • আনন্দের বিষয়
  • Question of

    একাদশে বৃহস্পতি’ অর্থ

    • সুসময়
    • দুঃসময়
    • অলীক বস্তু
    • শেষ রক্ষা
  • Question of

    সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?

    • সুসময়
    • দুঃসময়
    • একাদশে বৃহস্পতি
    • এসপার ওসপার
  • Question of

    ইঁদুর কাপালে-

    • নিতান্ত মন্দ ভাগ্য
    • অনধিকারের অধিকার
    • ভাগ্যাহত
    • ভাগ্যহীন
  • Question of

    ইঁদুর কপালে-এর বিপরীত বাগধারা কোনটি?

    • অদৃষ্টের পরিহাস
    • একাদশে বৃহস্পতি
    • অন্ধকার দেখা
    • কেউকেটা
  • Question of

    ইতর’ শব্দ কোনটি?

    • বদমেজাজী
    • হতচ্ছাড়া
    • গেঁজানো
    • মড়াদাহ
  • Question of

    ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-

    • অভদ্র
    • ভেদাভেদ
    • ঝগড়াটে
    • অপছন্দনীয়
  • Question of

    উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-

    • অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
    • অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
    • চাড়ে পড়ে অন্যায় কাজ করে ফেলা
    • অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
  • Question of

    উড়ে এসে জুড়ে বসা’ এর অর্থ কি?

    • হঠাৎ আবির্ভাব
    • দূর থেকে আসা
    • অনধিকার চর্চা
    • অধিকার প্রতিষ্ঠা করা
  • Question of

    উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?

    • সম্মান
    • মাঝামাঝি
    • প্রহার
    • ওপর-নিচে
  • Question of

    কোন বাগধারাটি ভিন্নার্থক?

    • অহি-নকুল
    • উত্তম-মধ্যম
    • সাপে-নেউলে
    • আদায়-কাঁচকলায়
  • Question of

    উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ নির্ণয় কর

    • অমিতব্যয়ী
    • উচ্ছৃঙল
    • অবাধ্য
    • কোনোটিই নয়
  • Question of

    উলুবনে মুক্তা ছাড়ানো’- এর সঠিক অর্থ-

    • অজায়গায় গমন করা
    • অপাত্রে সম্প্রদান করা
    • অস্থানে যোগাযোগ করা
    • অপাত্রে অনুসন্ধান করা
  • Question of

    অন্ধের যষ্ঠি

    • একমাত্র অবলম্বন
    • ডুব দেওয়া
    • স্বার্থপর
    • বাকাহাশি
  • Question of

    অগাধ জলের মাছ

    • খুব চালাক
    • খুব বোকা
    • ইতর প্রকিতি
    • দুষ্ট লোক

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

প্রাইমারি প্রস্তুতি-বিপরীত শব্দ- কুইজ-

সমার্থক শব্দ নিয়ে আমাদের আজকের কুইজ।