in

কুইজ- মোঘল ইতিহাস পর্ব -২।

  • Question of

    বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?

    • ফখরুদ্দিন ইলিয়াস শাহ্
    • ফখরুদ্দিন মোবারক শাহ্‌
    • ফকরুদ্দিন জহির শাহ্
    • মোহাম্মদ ঘোরী
  • Question of

    গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল

    • চট্টগ্রাম
    • সিলেট
    • গৌড়
    • পান্ডুয়া
  • Question of

    হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?

    • বিক্রমাদিত্য
    • কৃষ্ণচন্দ্র
    • গৌর গোবিন্দ
    • লক্ষণ সেন
  • Question of

    হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?

    • আফগানিস্থান
    • তুরস্ক
    • ইরান
    • বাংলাদেশ
  • Question of

    ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।

    • খান জাহান আলী (রাঃ)
    • বায়েজিদ বস্তামী (রাঃ)
    • শাহ্‌ মকদুম (রাঃ)
    • শাহ্‌ জালাল (রাঃ)
  • Question of

    কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?

    • ফখরুদ্দিন মোবারক শাহ্
    • শামসুদ্দিন ইলিয়াস শাহ্
    • আকবর
    • ঈসা খান
  • Question of

    কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে অভিহিত হয়?

    • মৌর্য
    • গুপ্ত
    • পাল
    • মুসলিম
  • Question of

    শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?

    • ফখরুদ্দিন মোবারক শাহ্‌
    • শামসুদ্দিন ইলিয়াস শাহ্
    • আলাউদ্দিন হোসেন শাহ্‌
    • নসরত শাহ্
  • Question of

    বাঙ্গালাহ’ নামের প্রচলন করেন

    • শশাংঙ্ক
    • ধর্মপাল
    • ইলিয়াস শাহ্
    • আকবর
  • Question of

    কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?

    • আলাউদ্দিন হোসেন শাহ্
    • গালিব সহা
    • ফকরুদ্দিন মোবারক শাহ্
    • গিয়াস উদ্দীন আযম শাহ
  • Question of

    ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

    • গিয়াস উদ্দিন আযম শাহ্
    • আলাউদ্দিন হুসেন শাহ্
    • ফকরুদ্দিন মোবারক শাহ্
    • ইলিয়াস শাহ্
  • Question of

    সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?

    • সোনারগাঁও
    • জাহাঙ্গীরনগর
    • ঢাকা
    • গৌড়
  • Question of

    শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে

    • আলাউদ্দিন হুসেন শাহ্‌
    • নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
    • গিয়াস উদ্দিন ইওজ খলজি
    • নুসরত শাহ্‌
  • Question of

    নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

    • ফা-হিয়েন
    • ইবনে বতুতা
    • মার্কো পোলো
    • হিউয়েন সাং
  • Question of

    মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন ?

    • কলম্বাস
    • ইবনে বতুতা
    • কালিদাস
    • বখতিয়ার খলজি
  • Question of

    কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধনসম্পদপুর্ন নরক’ বলে অভিহিত করেন?

    • ফা-হিয়েন
    • ইবনে বতুতা
    • হিউয়েন সাং
    • ইবনে খলদুন
  • Question of

    পরিব্রাজক কে ?

    • পর্যটক
    • পরিদর্শক
    • পরিচালক
    • কোনটিই নয়
  • Question of

    ফা-হিয়েন ছিলেন

    • সম্রাট
    • সেনাপতি
    • পরিব্রাজক
    • মন্ত্রী
  • Question of

    বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?

    • ই-সিং
    • ফা-হিয়েন
    • ইউয়েন সাং
    • জেন ডং
  • Question of

    চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?

    • ২০১-২১০ খ্রিষ্টাব্দ
    • ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
    • ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
    • ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
  • Question of

    চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?

    • প্রথম চন্দ্রগুপ্ত
    • দ্বিতীয় চন্দ্রগুপ্ত
    • তৃতীয় চন্দ্রগুপ্ত
    • এদের কারো সময়েই নয়
  • Question of

    চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?

    • সমুদ্রগুপ্ত
    • প্রথম চন্দ্রগুপ্ত
    • দ্বিতীয় চন্দ্রগুপ্ত
    • অশোক
  • Question of

    হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে

    • সম্রাট অশোক
    • চন্দ্রগুপ্ত মৌর্য
    • শশাঙ্ক
    • হর্ষবর্ধন
  • Question of

    ইবনে বতুতা কোন দেশের পর্যটক?

    • ইয়ামেন
    • ইরাক
    • মরক্কো
    • জাপান
  • Question of

    কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?

    • মুহম্মদ বিন কাসেম
    • মুহম্মদ বিন তুঘলক
    • সম্রাট হুমায়ূন
    • সম্রাট আকবর
  • Question of

    ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?

    • শামসউদ্দিন ফিরোজ শাহ্‌
    • হাজী ইলিয়াস শাহ্
    • হোসাইন শাহ্
    • ফখরুদ্দিন মোবারক শাহ্‌
  • Question of

    ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?

    • চতুর্দশ
    • পঞ্চদশ
    • ষষ্টদশ
    • অষ্টাদশ
  • Question of

    বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?

    • সম্রাট আকবর
    • ঈসা খাঁ
    • সুবেদার ইসলাম খান
    • শাহজাদা আজম
  • Question of

    বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে

    • বাবরের সময়
    • আওরঙ্গজেবের সময়
    • জাহাঙ্গীরের সময়
    • আকবরের সময়
  • Question of

    কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?

    • বাবর
    • জাহাঙ্গীর
    • আকবর
    • আওরঙ্গজেব
  • Question of

    বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?

    • মীর জুমলা
    • ইসলাম খান
    • মান সিংহ
    • শায়েস্তা খাঁ
  • Question of

    কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?

    • আকবর
    • শাহজাহান
    • বাবর
    • জাহাঙ্গীর
  • Question of

    কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?

    • আকবর
    • শাহজাহান
    • বাবর
    • জাহাঙ্গীর
  • Question of

    ঢাকা শহরের গোড়াপত্তন হয়

    • ব্রিটিশ আমলে
    • সুলতানি আমলে
    • মুঘল আমলে
    • স্বাধীন নবাবী আমলে
  • Question of

    ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?

    • ১২৫৫ খ্রিষ্টাব্দে
    • ১৬১০ খ্রিষ্টাব্দে
    • ১৯০৫ খ্রিষ্টাব্দে
    • ১৯৪৭ খ্রিষ্টাব্দে
  • Question of

    ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন

    • সম্রাট আকবর
    • সম্রাট জাহাঙ্গীর
    • ইসলাম খাঁ
    • শায়েস্তা খাঁন
  • Question of

    ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?

    • ইসলাম খান
    • ইব্রাহীম খাঁন
    • শায়েস্তা খাঁন
    • মীর জুমলা
  • Question of

    বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন

    • শাহ্‌ সুজা
    • মীর জুমলা
    • শায়েস্তা খাঁ
    • ইসলাম খান
  • Question of

    ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন

    • শাহজাদা আজম খাঁ
    • নবাব শায়েস্তা খাঁ
    • যুবরাজ
    • সুবেদার ইসলাম খান
  • Question of

    কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?

    • গৌড়
    • সোনারগাঁও
    • ঢাকা
    • হুগলী
  • Question of

    কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?

    • বখতিয়ার খিলজি
    • মুশির্দকুলী খাঁ
    • সম্রাট জাহাঙ্গীর
  • Question of

    মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?

    • ইসলামাবাদ
    • পরীবাগ
    • জাহাঙ্গীরনগর
    • সোনারগাঁও
  • Question of

    বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?

    • মুর্শিদকুলী খাঁ
    • ইসলাম খাঁ
    • শায়েস্তা খাঁ
    • ঈসা খাঁ
  • Question of

    বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.) 1.

    • চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
    • পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
    • মুঘল শাসনামলে (During Mughal period)
    • চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
  • Question of

    কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?

    • শায়েস্তা জাহান
    • শায়েস্তা খাঁ
    • আলীবর্দি খাঁ
    • উপরের কোনটিই সত্য নয়
  • Question of

    কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

    • ইসলাম খান
    • রাজা মানসিংহ
    • মীর জুমলা
    • শায়েস্তা খাঁ
  • Question of

    ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত

    • চকবাজারে
    • সদরঘাটে
    • লালবাগ
    • ইসলামপুর
  • Question of

    কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?

    • কাসিম খান
    • ইসলাম খান
    • মীর জুমলা
    • শায়েস্তা খাঁ
  • Question of

    ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?

    • নবাব সিরাজউদ্দৌলা
    • শায়েস্তা খাঁ
    • ঈসা খাঁ
    • সুবেদার ইসলাম খান
  • Question of

    বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?

    • ইসলাম খান
    • মুশির্দকুলী খাঁ
    • শায়েস্তা খাঁ
    • আলীবর্দি খাঁ

This post was created with our nice and easy submission form. Create your post!

Report

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

কুইজ-মুঘল সাম্রাজ্যে।

10

আমাদের গ্রামবাংলার কিছু স্থিরচিত্র।