পুরো নাম শেখ তোফাজ্জেল হোসেন হলেও তোফা নামে তিনি সর্বাধিক পরিচিত। একাধারে লেখক ও কার্টুনিস্ট এই শিল্পী ১৯৬৮ সালে কার্টুন আঁকার কারণে দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। তিনি লেখালেখির পাশাপাশি সাংবাদিকতায়ও অনেক অবদান রেখেছেন। মাসিক সবুজ পাতা পত্রিকায় সম্পাদক ১২ বছর ও মাসিক অগ্রপথিক এ ৬ বছর সম্পাদক ছিলেন। নিজের সম্পাদনায় অমনিবাস, অনুশিলন ও উত্তরকাল, নামে কতিপয় সাহিত্য সংকলন প্রকাশিত হয়েছে। কবি জসিম উদ্দিনের সাহিত্য সাধনা সংঘে তিনি জড়িত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তাকে অত্যন্ত স্নেহ করতেন। স্বাধীনচেতা এই মানুষটি এ পর্যন্ত ৩ হাজারের বেশি কার্টুন ও পকেট কার্টুন এঁকেছেন।
GIPHY App Key not set. Please check settings