রসুন এর স্বাস্থ্যগুণ বলে শেষ করা যাবেনা। পা থেকে মাথা পর্যন্ত সমস্যায় কোনো না কোনোভাবে রসুন আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে৷ আপনার কানের ব্যথা যদি নিয়মিত হয় এবং ভেতরের ইনফেকশন নয়, বরং বাহিরের দিকে ব্যথা হয় এবং কোনোকিছু শোনার সময় ব্যথা অনুভব করেন তাহলে প্রতিদিন এক কোয়া কাচা রসুন খান। ইনশাআল্লাহ কার্যকর ফলাফল পাবেন। তাছাড়া আপনি একটি সাসপেনশন বা ড্রপ বাসাতেই তৈরি করতে পারেন।
৩ কোয়া রসুন সরিষা তেলে ভাজুন এবং বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে মথে একটা ভালো মিশ্রণ তৈরি করুন। তারপর দুই কানে এই ড্রপ ব্যবহার করুন এক ফোটা করে। আর পেয়াজের ক্ষেত্রে তা ১০ মিনিট ধরে অল্প পানিতে কম হিটে চুলায় সেদ্ধ করুন। তারপর তা চিপে রসগুলো বের করে নিন। এখান থেকে অল্প একটু করে কানে দিন। এগুলো প্রাথমিক সমাধান, অসুধের বিকল্প নয়। তাই ব্যথা বেশি এবং স্থায়ী হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসুধ সেবন করতে হবে।
GIPHY App Key not set. Please check settings