পাওয়ার অপশন এডজাস্টমেন্ট। (5/6)

মাইক্রোসফট এর এই ফিচার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার পাওয়ার বা সহজ কথায় বল্লে ব্যাটারি (ল্যাপটপ এর ক্ষেত্রে) সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারেন। এর জন্য আপনি Control panel>Hardware and Sound >Power options এ গিয়ে আপনার প্ল্যান নির্ধারণ করতে পারেন। অনেকেই মনে করে “Power saving mood” নির্বাচন করলেই ভালো৷ আসলে ব্যপার টা এমন না। 

এই অপশন ব্যবহার করলে উইন্ডোজ আপনার আপনার ব্যাটারির আয়ু বাড়াতে যেকোনো এপের ক্ষেত্রেই সমস্যা করবে। আপনি যদি একজন হেভি ইউজার হোন সেক্ষেত্রে “High performance” অপশন সিলেক্ট করতে পারেন। এতে আপনার চার্জ অপেক্ষকৃত দ্রুত গেলেও গতিজনিত সমস্যা অনেকটাই কমবে।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ডিস্ক ক্লিনাপ (4/6)

ওয়ান ড্রাইভ এর অটো সিঙ্কিং বন্ধ করুন। (6/6)