টোকাই এর স্রষ্টা হলেন শিল্পী রফিকুন নবী বা রনবী। ১৯৭৮ সালে সাপ্তাহিক বিচিত্রার পাতায় প্রথম আত্মপ্রকাশ করে টোকাই চরিত্রটি। বাংলাদেশে ‘টোকাই’ই প্রথম কার্টুন চরিত্র। রনবী এরকম একটি কার্টুন চরিত্র তৈরির কথা প্রথম কল্পনা করেন ষাটের দশকে। যুক্তরাষ্ট্রের কার্টুনিস্ট সুল্জ-এর ‘চার্লি ব্রাউন’ চরিত্রটি দেখে অনুপ্রাণিত হয়ে টোকাই চরিত্রটি তৈরি করেছিলেন তিনি।
টোকাই চরিত্রটি একটি পথশিশু, যার বয়স দশ বছরের কম। তার বাসস্থান আস্তাকুঁড়ের কাছাকাছি, কিংবা ফুটপাতে, কিংবা পতিত বড় পাইপের ভিতরে। টোকাইয়ের মাথায় টাক, কখনও গুটিকয়েক চুল, খাটো চেক লুঙ্গি মোটা পেটে বাঁধা। কখনো কাঁধে বস্তা। তার কথা বুদ্ধিদীপ্ত, বিচক্ষণতায় ভরা, আবার রসে সিক্ত।
রনবীর টোকাই চরিত্রটি বাস্তবের এমন কিছু পথশিশুর প্রতিনিধিত্ব করে, যারা মানুষের ফেলে দেয়া আবর্জনা কুড়িয়ে নিয়ে যায় । টোকাই এর থাকার জায়গাগুলো তার বাস্তুহীনতাকে প্রতীকায়িত করে। তার পোশাক তার দারিদ্রকে প্রতীকায়িত করে।
GIPHY App Key not set. Please check settings