জানালায় দেখুন ভালভাবে (6/12)

নতুন বাসা দেখার সময় আপনার দৃষ্টি দিয়ে প্রতিটি জানালা দিয়ে আশপাশে তাকিয়ে দেখুন। জানালা দিয়ে ভাল ভাবে দেখুন কাছাকাছি কোন রেস্টুরেন্ট, রাস্তার আলো বা আবর্জনার স্তূপ দেখলে বাসাটি না নেওয়াই ভালো।

বাড়িওয়ালা: প্রথমেই চেষ্টা করুন বাড়ির মালিকের সাথে কথা বলুন। যদি তিনি ওই বাড়িতে থাকেন তবে অসুবিধা নেই। আর না থাকলে জানবেন, তিনি কতদিন পরপর ভাড়াটিয়াদের খোঁজ নিতে আসেন? কারণ ভাড়াটিয়াদের দেখভাল করা বাড়ির মালিকের  অন্যতম দায়িত্ব। অ্যাডভান্স করার আগে পারলে আশেপাশে তার সম্পর্কে খোঁজ নিন।

প্রতিবেশী: আপনার ঠিক পাশের থাকেন আপনার প্রতিবেশ দরজায় যারা থাকেন, অন্তত তাদের খোঁজ নিন। এর করন যে কোন সময় কাজে লাগবে। 

বিক্রি হয়ে যাওয়া বাড়ি: যে বাড়িতে উঠছেন, তা বিক্রির চেষ্টা চলছে কিনা এটিও মাথায় রাখবেন? যদি তাই হয়, তাহলে বিক্রি হওয়া মাত্রই আপনাকে দ্রুত বাসা ছেড়ে দিতে হবে। আর এতে হঠাৎ করেই বিড়ম্বনায় পড়তে হবে।

পানি ও গ্যাস: বাড়িতে সর্বক্ষণ পানি এবং গ্যাস আছে কিনা, বা বাসার সব সংযোগ থেকে পানি আসে কিনা পরীক্ষা করে নিন। পানির উৎস এবং নির্দিষ্ট সময় পানি সরবরাহ বন্ধ থাকলে জেনে নিন। পাশাপাশি গ্যাসের অবস্থাও জেনে নিতে হবে।

অ্যাডভান্স: বাসা পছন্দ হয়ে গেলে অ্যাডভান্স নিয়ম অনুযায়ী অগ্রিম টাকা দিতে হয়। টাকা নেওয়ার একটি রশিদ নিতে পারেন। অবশ্য অনেকেই এই কাজটা করতে চান না লজ্জায়।

মেরামত করা: নতুন বাসায় ওঠার পূর্বে পুরো বাসাটা মেরামতের জন্য বলুন। যদিও এ কাজ ঠিকঠাক করে দেওয়া বাড়িমালিকের ই দায়িত্ব। তবুও কথা বলে নিশ্চিত হয়ে যাওয়া ভালো। আশা করি যারা নতুন বাসা নিচ্ছেন তাদের কাজে লাগবে বিষয়গুলো। ধন্যবাদ।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

গাড়ি পার্কিং করার ইস্পেস দেখে নিন (5/12)

ফুটবলে নিরাসক্ত (11/20)