এখন যার কথা বলবো তার জীবন অনেকটা আপনার মতই। বাবাকে হারিয়ে ফেলেন কিশোর বয়সেই। তারপর তার মাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়। তার বয়স যখন ১০ বছর, তিনি লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেন প্রতিদিন এর খাবার জোগাড় এর জন্য। তার ছিলো অসাধারণ প্রতিভা। কথা না বলেই মানুষ হাসানোর অসীম প্রতিভা নিয়ে তিনি জন্মগ্রহন করেছিলেন। তিনি আর কেউ নন বিখ্যাত কমেডিয়ান এবং মূকাভিনেতা চার্লি চ্যাপলিন।
কী ভাবছেন? জীবনটা খুব কালো? অপেক্ষা করুন এবং ধৈর্য্য ধরুন। সৃষ্টিকর্তার চেয়ে উত্তম কৌশলী কেউ নাই, ছিলোনা, হবেওনা। সাফল্যের সূর্য খুব শীঘ্রই উদিত হবে।
পার্ট ১।
Comments
Loading…