বাঙালি কার্টুনিস্টদের মধ্যে আরেকজন প্রবাদপুরুষ হলেন চন্ডী লাহিড়ী। ১৯৩১ সালে নদীয়ার নবদ্বীপে তার জন্ম। দীর্ঘ পাঁচ দশক বাংলা কার্টুন চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৫২ সালে তার কর্মজীবন শুরু হয় দৈনিক লোকসেবক পত্রিকায় সাংবাদিকতার কাজে। এরপর ১৯৬১ সালে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় কার্টুনচর্চা শুরু করেন। আনন্দবাজার পত্রিকায় ১৯৬২ সালে যোগ দিয়েছিলেন। এছাড়াও সর্বভারতীয় নানা পত্রিকায় কার্টুন এঁকেছেন। তার কর্মজীবন প্রায় ৫০ বছরের।
তার অসংখ্য ব্যঙ্গচিত্র ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের জন্যও কার্টুন এঁকেছেন তিনি। চন্ডী লাহিড়ীর সৃষ্ট পকেট কার্টুন ‘তির্যক’ ও ছোটদের জন্য সৃষ্ট কমিকসগুলো ব্যাপক জনপ্রিয় হয়। রাজনৈতিক ও সামাজিক দুই ধরনের কার্টুনই আঁকতেন চন্ডী লাহিড়ী।
তিনি কার্টুন নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। যার মধ্যে রয়েছে কার্টুনের ইতিবৃত্ত, বাঙালির বঙ্গ ব্যঙ্গচর্চা, গগনেন্দ্রনাথের কার্টুন ও স্কেচ অন্যতম। তার কার্টুন সংগ্রহের নাম চন্ডী লুকস অ্যারাউন্ড এবং ভিসিট ইন্ডিয়া উইথ চন্ডী। ২০১৮ সালে এই প্রথিতযশা এই কার্টুনিস্টের মৃত্যু হয়।
GIPHY App Key not set. Please check settings