কার্টুনিস্ট কাজী আবুল কাশেমকে প্রথম বাঙালি মুসলিম কার্টুনিস্ট হিসেবে গণ্য করা হয়। তার প্রথম কার্টুনটি ১৯৩০ সালে ছাপা হয়েছিল। তখন তার বয়স মাত্র ১৮ বছর। সওগাতের পৌষ সংখ্যায় (বাংলা ১৩৩৭) সম্পাদক নাসিরউদ্দীন এটি ছেপেছিলেন। এরপর ‘আজাদ’, ‘মোহাম্মদী’ ছাড়াও দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার একরঙা ও বহুরঙা কার্টুন প্রকাশিত হয়েছে। তিনি ‘দোপেঁয়াজা’ ছদ্মনামে সামাজিক ও রাজনৈতিক কার্টুন করে খ্যাতিমান হয়েছেন। সেগুলো কলকাতা থেকে প্রকাশিত ‘হানাফি’ পত্রিকায় ছাপা হতো। ভাষা আন্দোলনের পক্ষে ‘হরফ খেদাও’ কার্টুনটি এঁকে দোপেঁয়াজা স্মরণীয় হয়ে আছেন। ১৯৫৩ সালে এটি ‘সৈনিক’-এ ছাপা হয়েছিল।
GIPHY App Key not set. Please check settings