অ্যাপল আইফোন ১২ (Apple iPhone 12) (1/20)

আইফোন প্রেমীদের জন্য সুখবর। বিশেষ করে যারা কিছুদিন পরপর মোবাইল ফোন পরিবর্তন করে নতুন ফোন ব্যবহার করেন তাদের জন্য সোনায় সোহাগা। এ বছর অ্যাপেল দাম না বাড়িয়ে ৫টি ফাইভ জি ফোন বাজারে ছাড়বে। ৫জি যন্ত্রাংশ ব্যবহারের জন্য প্রতিটা আইফোন তৈরি করতে ৩০ মার্কিন ডলার থেকে ১০০ মার্কিন ডলার বেশি খরচ করতে হবে কোম্পানিকে। উৎপাদনের খরচ বাড়লেও নতুন আইফোনের দাম বাড়বে না বলেই জানানো হয়েছে। আইফোন ১২ এ একটি কাস্টম ব্যাটারি প্রোটেকশন ব্যবহার হবে। 

যা আগের আইফোনের তুলনায় প্রায় ৫০ শতাংশ ছোট। ব্যাটারি প্রোটেকশনের আকার ছোট হওয়ার কারনে ফোনের ভিতরে আগের থেকে বেশি জায়গা পাওয়া যাবে। ফলে নতুন আইফোনে আগের থেকে বড় ব্যাটারি ব্যবহার হতে পারে। এই ফোনগুলোতে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি আর ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হবে। মার্চ মাসে বাজেট সেগমেন্টে নতুন আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন (5/5)

স্যামসাং গ্যালাক্সি এস ১১ (Samsung Galaxy S11) (2/20)