The Revenant সিনেমাটির অনেকেই হয়ত নাম শুনেছেন একটা মাত্র কারণে। কারণ এই সিনেমায় অভিনয় করে লিওনার্দো প্রথমবারের মতো বহু প্রতীক্ষিত অস্কার পুরস্কার বাগিয়ে নেন। এই থেকেই বলা যায় অভিনয়ের কোনো ঘাটতি ছিল না সেখানে। সিনেমাটাও পাল্লা দিয়ে এগিয়ে যায়। আঠারোশো তেইশ সালের ডকোটা অঞ্চলে শিকার করতে গিয়ে আমাদেরকে প্রিয় ক্যাপ্রিয়ো ভাল্লুক দ্বারা এমন ভাবে আক্রান্ত হন যে তাকে প্রায় অর্ধ মৃত ই বলা চলে। তার সঙ্গীসাথীরা তাকে ফেলে চলে যায় কারণ বহুদূরের এক বরফের দেশে এরকম একটা অর্ধ মৃত মানুষকে টানাটানি করে নিয়ে যাওয়া আর ওইখানে বসে মৃত্যুর অপেক্ষা করা একই কথা। তাই মৃত্যুর সকল ব্যবস্থা করে দিয়ে আধমরা অবস্থায় তাকে ফেলে তারা চলে যায়। যাওয়ার আগে তার ছেলেকে মেরে রেখে যায়। কিন্তু এই ক্যাপ্রিয়ী বেঁচে থাকে এবং এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। আদিম প্রক্রিয়াও ব্যবহার করতে থাকে একমাত্র বেঁচে থাকার জন্য। কারণ দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে যেতে হবে লোকালয়ে। আর তাকে নিতে হবে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ।
GIPHY App Key not set. Please check settings