গাড়ি চালাতে জ্বালানি লাগবে না এমন কথা কেউ যদি আপনাকে কেউ বলে তাকে নির্ঘাত পাগল ভাববেন। কিন্তু আজ যে গাড়িটার কথা বলব এটা চালানোর জন্য সত্যি কোনো জ্বালানির প্রয়োজন নেই। সনিকলেস নামের এই গাড়িটার ডিজাইন অনেকটা আমাদের দেশের ব্যাটারি চালিত অটোরিক্সার মতো, তবে পার্থক্য হচ্ছে পুরো গাড়িটা চলে শক্তিতে অর্থাৎ সোলার প্যানেলের সাহায্যে। মানুষের হাতের নাগালে যাতে গাড়িটার দাম রাখা যায় এজন্য খুব সস্তা কিন্তু টেকসই পণ্য ব্যবহার করে ডিজাইন করা হয়েছে।
এই গাড়ির ছাদে বসানো আছে বড়োসড়ো একটা মোটর এবং জেনারেটর। এর মাধ্যমে শক্তি এসে জমা হবে ইঞ্জিন , ঘুরবে গাড়ির চাকা। রাতের বেলায় যদি চার্জ ফুরিয়েও যায় চাইলে চালক এবং যাত্রীরা সবাই মিলে যেনো প্যাডেল চেপেও গাড়ি কে এগিয়ে নিয়ে যেতে পারবেন, হয়েছে সে ব্যবস্থাও। মধ্যবিত্ত পরিবার গুলোর মধ্যে যাদের গাড়ি কেনার সামর্থ্য নেই তাদের জন্য দারুণ এক বিকল্প হতে চলেছে এই সনিকলেস।
GIPHY App Key not set. Please check settings