Rescue Dawn (3/20)

ক্রিস্টিয়ান বেল অভিনীত Rescue Dawn আসলে একটি সত্য ঘটনার উপরে নির্মিত মুভি। শুনলে বোরিং লাগতে পারে কিন্তু বলে রাখছি এরকম স্ট্রিক্ট এডভেঞ্চার মুভি খুব কমই আছে। ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্যায়ে জঙ্গলের মধ্যে ডিটার ডিংলার, মানে যে চরিত্রে বেল অভিনয় করেছেন এর বেঁচে থাকা সংগ্রামই মূলত দেখানো হয়েছে। তার জীবনের একটাই প্যাশন ছিল পাইলট হওয়া কিন্তু তার প্রথম মিশন ছিল যুদ্ধ বিধ্বস্ত লাওসে। 

ওই মিশনে সে গুলিবিদ্ধ হয় এবং জঙ্গলে পালানোর পথে ধরা পড়ে এবং ভিয়েতনামের একটি জেলের মধ্যে একটা জায়গায় তার সাথে পাঁচজনকে আটকে রাখা হয় এবং মর্মান্তিক ভাবে নির্যাতন করা হয়। ওখানে বন্দি জীবন যাপনের সময় ডিটার ক্রমেই হতাশ হয়ে পড়ে আর বুঝতে পারে এভাবে বেশিদিন ওখানে বেঁচে থাকা সম্ভব হবে না তার ফলে সবাইকে ঐক্যবদ্ধ করে এবং বানানোর ফন্দি এঁটে। এরপরের অংশটুকু খুব বেশী রকমের এন্টারটেইনিং এবং সাসপেন্স এ ভরা। তারা কি সবাই পালাতে সক্ষম হয়? নাকি শুধু ডিটার? নাকি কেউই না? 

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

The impossible (2/20)

one twenty seven hours (4/20)