যদি আমি বা আপনি কোন জনমানবহীন গুহায় আটকে পড়া এবং সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয় তাহলে হয়তো আমরা অল্পতেই হাল ছেড়ে দেবো। কিন্তু এখন আপনাকে এমন একটা মুভির সাথে পরিচয় করাব যেটা একটা বাস্তব ঘটনা ভিত্তি করে নির্মিত যেটা আমাদেরকে শেখায় কোন কিছুতেই সহজে হার মেনে নিতে নেই।এবং সেই মুভি টা হলো one twenty seven hours. ২০১০ সালে প্রকাশিত এই সিনেমার একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা। এখানে একটি ছেলে ২০০৩ সালে গ্র্যান্ড ক্যানিয়ন এ ছুটি কাটাতে বের হয়েছিল। দুটি পাহাড়ের মধ্য দিয়ে নিচে নামার সময় হঠাৎ তার একটা হাত পাথরের মধ্যে আটকে যায় এবং পরবর্তী একশো সাতাশ ঘন্টা সে কিভাবে বেঁচে সংগ্রাম করতে থাকে এটাই মূলত সিনেমার মূল বিষয়বস্তু। জীবন মৃত্যুর এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখে আপনি অবশ্যই অবাক হবেন ভয় পেয়ে যাবেন আর অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবেন।
GIPHY App Key not set. Please check settings