এই মুভি টা মনে হয় সবারই দেখা হয়ে গেছে। নাম life of a pie. একটা সমুদ্রে ঝড় যেখানে লন্ড ভন্ড করে দিয়েছে একটা পরিবারকে। যেখানে বিচ্ছিন্ন কিশোর এর চলে তার পরিবার থেকে প্রিয়জনদের হারিয়ে সমুদ্রে কে বাঁচিয়ে রাখার এক প্রানান্তকর চেষ্টা। জীবনের প্রতিটা ক্ষণ মৃত্যুর হাতছানি তবুও বেঁচে থাকার এক আকুল চেষ্টা। জনমানবহীন সমুদ্রে তার চিৎকার পৌঁছায় না কোনো মানুষের কাছে। কোথাও কেউ নেই একটা মানুষ কথা বলার। এখানে নৌকায় আশ্রয় নেওয়া পাইয়ের জীবনটা আরো বিভীষিকাময় হয়ে ওঠে যখন সেই নৌকাতেই আশ্রয় নেয় হিংস্র একটা বাঘ।
একদিকে হিংস্র বাঘ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা, অন্যদিকে সেই হিংস্র প্রাণী কে বাঁচিয়ে রাখা। এ যেন সেলুন ওয়ার্ডের পাতায় এক অদ্ভুত মেলবন্ধন মানুষ এবং হিংস্র প্রাণী বাঘের। একটা বাঘের সাথে কিভাবে খাদ্য ভাগাভাগি করে খাওয়া। আবার সেই বাঘের কাছ থেকেই একাধারে নিজের ভেতরে মানবিকতা ও নিজের বেঁচে থাকার এক সাহসী চেষ্টা। যারা এখনো সিনেমাটা দেখেন নি আর আর বেশিদিন দেরি না করে এই সিনেমার অমৃত সুধা থেকে নিজেদের বঞ্চিত না করে চট করে দেখে ফেলুন সিনেমাটি।
GIPHY App Key not set. Please check settings