দুশ্চিন্তা চাপ আর প্রতিযোগিতার ভিড়ে সবসময় হারিয়ে যাওয়ার একটা টান অনুভব করি। কেউ কেউ বেশি কেউ কম। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে বেরিয়ে পড়ার এই টানটা মানুষের চিরকালই ছিল। মানুষ জন্ম থেকে কৌতুহলী। কিন্তু সবাই কেন জানি সেটা করতে পারে না। হুমায়ুন আহমেদের ভাষাতে বলা যায়, মানুষ এর জন্মানোর পর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মাঝে মাঝে তার সবকিছু পেছনে ফেলে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু সে পারে না। তাকে অপেক্ষা করতে হয়। কিসের অপেক্ষা ভালো মত জানে না।
কিন্তু ঠিক এই অপেক্ষা না করে সব কিছু ছেড়ে দেওয়ার এই কাজটা সত্যি সত্যি একজন সদ্য গ্রাজুয়েট পাস করা ছেলে করেছিল। কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল আলাস্কা জয় করা। সেই জয়ের পেছনে কত লোকের সাথে পরিচয়, জীবনের কত মোর নিল। কিন্তু এগিয়ে যাওয়ায় যেন তার নিশ্চিত গন্তব্য। সেই সত্যিকারের বায়োপিক নিয়ে বানানো হয়েছিল into the wild সিনেমাটা।
GIPHY App Key not set. Please check settings