এবার আসা যাক দৈনন্দিন দরকারি একটা আবিষ্কারের দিকে। সাইকেল তো আমরা কম বেশি সবাই চালাই আর সাইকেলের হেলমেটও প্রায় সবাই ব্যবহার করি। এমন একটা হেলমেট যদি আপনাকে কেউ অফার করে যেটার মাধ্যমে আপনি স্পর্শ করা ছাড়াই কথা বলতে পারবেন,গান শুনতে পারবেন, ফেসবুক এর নোটিফিকেশান চেইক করতে পারবেন, এমন কি সেই হেলমেট টাই আপনাকে জানিয়ে দেবে পেছনে বা পাশে কোন গাড়ি আছে কি না, তার গতিবেগ কত, আপনার নিজের বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে কিনা।
কেমন লাগবে আপনারা এমন একটা হেলমেট আপনি পেয়ে যান! “কোরাস লিরিক্স” নামের এই ডিজিটাল হেলমেট টা দেখলে একদম সাদামাটা মনে হবে, তবে ব্যবহার করতে গেলে বুঝবেন এই জিনিসের বিশেষত্ব কোথায়। এটা এক, এর ভেতরে অনেক কিছু! একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে শুধু ব্লুটুথ ডিভাইস এর সঙ্গে হেলমেট টাকে কানেক্ট করতে হবে। তারপর দেখবেন সাইকেল চালানোর সময় আপনার দুনিয়াটাই পাল্টে গেছে। সাইকেল চালিয়ে কত ক্যালোরি বার্ন হলো আপনার থেকে, কত কিলোমিটার ভ্রমণ করলেন সবকিছুই আপনাকে জানাবে এই স্মার্ট হেলমেটটি। ঢাকা শহরের বাইকাররা সবাই যদি এমন হেলমেট ব্যবহার করতেন তাহলে বাইক দুর্ঘটনার পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসতো নিশ্চিত। তো দশ প্রযুক্তির রমরমা সব আবিষ্কারের প্রথম পর্ব শেষ হচ্ছে এখানে।
GIPHY App Key not set. Please check settings