সহজ কথায় CDN বা Content delivery network হলো এমন একটি সিস্টেম যা ব্যবহার করলে, আপনার ভিজিটর বিশ্বের যে প্রান্ত থেকেই আপনার ওয়েবসাইট ভিজিট করুক না কেনো, কন্টেন্ট দ্রুত লোড হবে। CDN আপনার ওয়েবসাইটকে ইন্টারন্যাশনাল সার্ভার এর সাথে কানেক্ট করার মাধ্যমে এর কোয়ালিটি ঠিক রাখবে। অপ্রয়োজনীয় ট্রাফিক রোধেও এর জুড়ি নেই। আপনার পেজে যখন অতিরিক্ত এবং অটো ট্রাফিক (এটাও থার্ড পার্টি সাইটের একটি এটেম্পট) আসতে থাকবে, CDN এর আর্টিফিশিয়ালইন্টেলিজেন্স সিস্টেম রিয়েলট্রাফিকগুলোকে শনাক্ত করতে পারবে। এতে করে সত্যিকারেরভিজিটররা উচ্চ গতিতে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে।
GIPHY App Key not set. Please check settings